গায়ে হলুদ
বাঙালি মুসলমানদের বিবাহের আচার
গায়ে হলুদ বাঙালি জাতির বহু প্রচলিত উৎসবের একটি। এটি মুলতঃ বিয়ে সম্পর্কিত একটি আচার যেটি বর ও কনে উভয় পক্ষ দ্বারা পালিত হয়। গায়ে হলুদে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি হলো কাঁচা হলুদ। বরপক্ষ বা কনেপক্ষের পক্ষ হতে অপরপক্ষের আয়োজিত অনুষ্ঠানে নানান উপহারসামগ্রী পাঠানো হয়ে থাকে এই অনুষ্ঠানে।[১] এই অনুষ্ঠানে সাধারণত যে পক্ষ আয়োজন করে থাকে তারাই উপস্থিত থাকে। অপর পক্ষেরও দু একজন অতিথি উপহার সামগ্রী নিয়ে এই আচারে যোগ দেন। অনুষ্ঠানে বর বা কনেকে একটি পাটির উপর বসানো হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই তার গালে বা হাতে হলুদ বাটা মাখিয়ে দেন। সাথে বর বা কনের সামনে রাখা মিষ্টি জাতীয় দ্রব্যাদির কিছু অংশ তাকে তুলে দেয়া হয়।[২]
গায়ে হলুদে যে উপকরণগুলো সাধারণত ব্যবহার করা হয় তা হলোঃ
- ডালা,
- কুলা ,
- হলুদের বাটি
- পাটি,
- বেতের মাছডালা,
- মাছডালা,
- ঢাকনা,
- চন্দন,
- পালকি,
- সোহাগপুরি,
- চন্দন তেল,
- সোন্দা,
- মেহেদি,
- আপসান,
- মেহেদির তোয়ালে,
- হলুদের রম্নমাল।
চিত্রশালাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ amadernotunshomoy.com (২০১৯-০৩-২৯)। "বাঙালি হিন্দু বিবাহ ও লৌকিক আচার"। Amadernotun Shomoy। ২০২১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০২।
- ↑ "একালের গায়ে হলুদ"। কালের কণ্ঠ। ২০১৮-১২-১২। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০।
উইকিমিডিয়া কমন্সে গায়ে হলুদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।