ইংরেজি ভাষা গায়ানার সরকারি ভাষা।[১] জনসংখ্যার প্রায় ৮৫% ইংরেজি ভাষাভিত্তিক একটি ক্রেওল ভাষা তথা গায়ানীয় ভাষাতে কথা বলেন। এছাড়াও দেশটিতে অনেকগুলি ভারতীয় ভাষা প্রচলিত; এদের মধ্যে হিন্দি ভাষা উল্লেখযোগ্য। ওলন্দাজ ভাষা-ভিত্তিক একটি ক্রেওল ভাষারও সীমিত প্রচলন আছে। কয়েক হাজার লোক প্রায় ১০টির মত আদিবাসী আমেরিকান ভাষাতে কথা বলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Languages spoken in Guyana"SpainExchange Country Guide (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা