গাম্বিয়া–বাংলাদেশ সম্পর্ক
গাম্বিয়া–বাংলাদেশ সম্পর্ক হল গাম্বিয়া ও বাংলাদেশ রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক।
বাংলাদেশ |
গাম্বিয়া |
---|
সহযোগিতামূলক সম্পর্ক
সম্পাদনাখাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গাম্বিয়া বাংলাদেশের কাছে কৃষিখাতে সহযোগিতা কামনা করেছে।[১] স্বাস্থ্যখাতে সহযোগিতার জন্যেও গাম্বিয়া বাংলাদেশের কাছে সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্স নেওয়ার ব্যাপারেও তারা আগ্রহী।[২] বাংলাদেশে এই সকল খাতে বাংলাদেশ গাম্বিয়াকে সহযোগিতা করার ব্যাপারে সম্মত হয়েছে।[৩] ঔষধ, কৃষি (বিশেষহত ধান ও তুলা), শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে একটি প্রকৃত অবকাঠামো গঠনের ব্যাপারে দুই দেশই সম্মত হয়েছে।[৪] ২০১৪ সালে ঢাকায় আনুষ্ঠানিক সফরে এসে গাম্বিয়ার শিল্প, বাণিজ্য, আঞ্চলিক একত্রীকরণ এবং কর্মব্যবস্থাপনা মন্ত্রী আবদুলিয়া জোব দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন বলে জানান।[৫] গাম্বিয়া ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকায় রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সহযোগিতায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠিকে গণহত্যার অভিযোগ ও যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ করায় আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে।
অর্থনৈতিক সম্পর্ক
সম্পাদনাদ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের ব্যাপারে বাংলাদেশ ও গাম্বিয়া উভয়েই আগ্রহ প্রকাশ করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশি বেশকিছু পণ্য, যেমন: ঔষধ, তৈরি পোশাক, পাট, পাটজাত দ্রব্য, নিটওয়্যার, সিমেন্ট, সিরামিক প্রভৃতি গাম্বিয়ায় ভালো বাজার পাচ্ছে। বাংলাদেশ থেকে গাম্বিয়ায় দক্ষ কর্মজীবী নেওয়ার জন্যেও বাংলাদেশ সহযোগিতা দিতে সম্মত হয়েছে, যারা সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Gambia wants Bangladesh's expertise in agriculture, health"। বাংলাদেশ বিজনেস নিউজ। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ "Gambia keen to recruit doctors, nurses from Bangladesh"। ডেইলি সান। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ "Bangladesh ready to help Gambia"। দ্য ডেইলি স্টার। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ "Gambian high commissioner calls on Dipu Moni"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০১৪-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ "Gambia seeks guidance from Bangladesh"। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪।
- ↑ "President for sending skilled manpower to Gambia"। Bangladesh Sangbad Sangstha। ২০১৪-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।