গান আঞ্চলিক হাসপাতাল

গান আঞ্চলিক হাসপাতাল মালদ্বীপের লামু প্রবালপ্রাচীরের গান দ্বীপে অবস্থিত একটি হাসপাতাল। এটি অ্যাটল হাসপাতাল স্বাস্থ্য কর্তৃপক্ষের অংশ।

গান আঞ্চলিক হাসপাতাল
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থানগান, মালদ্বীপ
স্থানাঙ্ক১°৫৫′১৭″ উত্তর ৭৩°৩২′৪০″ পূর্ব / ১.৯২১৩৬২১° উত্তর ৭৩.৫৪৪৫৬১৯° পূর্ব / 1.9213621; 73.5445619
সংস্থা
যত্ন ব্যবস্থাসাধারণ
ধরনঅ্যাটল হাসপাতাল
ইতিহাস
চালু১ আগস্ট ২০০২
সংযোগ
ওয়েবসাইটhttp://www.grh.gov.mv/

ইতিহাস সম্পাদনা

গান আঞ্চলিক হাসপাতাল প্রাথমিকভাবে ১৯৯৩ সালের ৭ নভেম্বরে অ্যাটল স্বাস্থ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অ্যাটল হাসপাতাল হিসেবে ২০০১ সালের ১১ জুনে হাসপাতালে উন্নীত হয়। এই হাসপাতালটির মাধ্যমে অ্যাটলবাসীর উন্নত স্বাস্থ্য সেবা প্রাপ্তির স্বপ্ন বাস্তবায়িত হয়। ২০০২ সালের ১ আগস্ট হাসপাতালটি আঞ্চলিক হাসপাতালের মর্যদা অর্জন করে।

তথ্যসূত্র সম্পাদনা

বহি‌ঃসংযোগ সম্পাদনা