গান্ধীবাদের বিরুদ্ধে লিগ

রাজনৈতিক দল

গান্ধীবাদের বিরুদ্ধে লিগ, প্রাথমিকভাবে গান্ধী বয়কট কমিটি নামে পরিচিত ছিল, এটি ছিল কলকাতা, ভারতের একটি রাজনৈতিক সংগঠন, যা ভারতের আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি এবং অন্যরা জঙ্গিবাদী সাম্রাজ্যবাদ বিরোধী কার্যকলাপ শুরু করার জন্য প্রতিষ্ঠা করেছিল। দলটির নাম মোহনদাস করমচাঁদ গান্ধীর সমঝোতার রাজনীতিতে কমিউনিস্টদের বিরোধিতাকে নির্দেশ করে। দলটি ১৯৩৪ সালে 'লিগ এগেইনস্ট গান্ধীবাদ' নাম নেয়।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Roy Subodh, Communism in India – Unpublished Documents 1925–1934. Calcutta: National Book Agency, 1998. p. 338–339, 359-360