গান্ধি পোকা

কীটপতঙ্গের প্রজাতি

গান্ধি পোকা (হ্যালিওমর্ফা হ্যালিস) হল পেন্টাটোমিড পরিবারের একটি পোকা, যা চীন, জাপান, কোরিয়া এবং অন্যান্য এশীয় অঞ্চলে বসবাস করে।[২] ১৯৯৮ সালের সেপ্টেম্বরে এটি অ্যালেনটাউন, পেনসিলভেনিয়া সংগ্রহ করা হয়েছিল, যেখানে এটি ভুলবশত উৎপাদন করা হয়েছিল বলে মনে করা হয়।[৩] গান্ধি পোকা-এর নিম্ফ এবং প্রাপ্তবয়স্করা ১০০ টিরও বেশি প্রজাতির। যার মধ্যে অনেক গাছপালা, কৃষি ফসল খায়[৪] এবং ২০১০-১১ সাল নাগাদ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের ঋতু-দীর্ঘ বাগানের একটি কীটপতঙ্গে পরিণত হয়েছিল।[৫] ২০১০ সালে মধ্য-আটলান্টিক মার্কিন যুক্তরাষ্ট্রে, ৩৭ মিলিয়ন মার্কিন ডলার আপেল ফসল হারিয়েছিল এবং পাথর ফল নামের কিছু ফল চাষীরা তাদের ফসলের ৯০% এরও বেশি হারিয়েছিল।[৬] ২০১০ সাল থেকে পোকাটি জর্জিয়া এবং তুরস্কে ছড়িয়ে পড়ে এবং হ্যাজেলনাট উৎপাদনের ব্যাপক ক্ষতি করে। এটি এখন উত্তর আমেরিকার অনেক অংশে ছড়িয়ে পড়েছে এবং সম্প্রতি ইউরোপ ও দক্ষিণ আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে।[৭]

গান্ধি পোকা
প্রাপ্তবয়স্ক
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: আর্থ্রোপোডা (Arthropoda)
শ্রেণি: ইনসেক্টা (Insecta)
বর্গ: হেমিপটেরা (Hemiptera)
উপবর্গ: Heteroptera
পরিবার: Pentatomidae
গণ: Halyomorpha
Stål, 1855[১]
প্রজাতি: H. halys
দ্বিপদী নাম
Halyomorpha halys
Stål, 1855[১]

বর্ণনা সম্পাদনা

হ্যালিওমর্ফা গণের অন্তর্গত প্রতিটি কীট ও পতঙ্গই গান্ধি পোকা নামে পরিচিত। এ গণে নানা আকৃতি ও নানা রকমের পতঙ্গ আছে। বেশির ভাগ প্রজাতির স্বচ্ছ ডানা এবং মুখে মশা-মাছির মতো শুঁড় থাকে। কিছু কিছু প্রজাতির মুখে লম্বা সুইয়ের মতো ধারালো দাঁত থাকে। মূলত গাছ ও পাতার রস তাদের প্রধান খাদ্য হলেও কিছু প্রজাতি বড় প্রাণীর রক্ত খায়। যেমন—ছারপোকা। ছারপোকা গান্ধি পোকা হলেও অন্য প্রজাতির গান্ধি পোকার মতো এর ডানা থাকে না।

গান্ধি পোকার প্রজাতি সংখ্যা কয়েকশ। অনেক সময় এ পোকা বাড়িতেও চলে আসে। এই পোকা বিকট একধরনের গন্ধ ছাড়ে। সব প্রজাতির গান্ধি পোকার গায়েই বিশ্রী গন্ধ থাকে। এর সামনের পায়ের গোড়ায় একেকটি কোষে তেলের মতো এক ধরনের রস জমা হয়। ভয় পেলে বা বিরক্ত হলে তার দেহ থেকে এ রস ইচ্ছামতো বের করতে পারে। গান্ধি পোকার গায়ের গন্ধ এ রসেরই গন্ধ। এই গন্ধ পোকাটিকে আত্মরক্ষায় সাহায্য করে। অন্য সমস্ত গান্ধি পোকাদের মতো যে গ্রন্থিগুলি প্রতিরক্ষামূলক রাসায়নিক (গন্ধ) তৈরি করে সেগুলো প্রথম এবং দ্বিতীয় জোড়া পায়ের মধ্যে বক্ষের নীচে অবস্থিত।[৮]

দৈহিক গঠন সম্পাদনা

লম্বা,ডিম্বাকৃতির,বেলনাকার ইত্যাদি  নানা আকারের ও নানা রঙের গন্ধপোকা দেখা যায়। এরা ১মিলিমিটার  থেকে ১০০মিলিমিটার পর্যন্ত  এদের দৈহিক আকার হয়ে থাকে। অধিকাংশ প্রজাতির দেহ শক্ত বর্মের মত আবরণে আবৃত থাকে।এদের আকৃতি লম্বা অথবা আয়তকার। স্বচ্ছ ডানা এবং মুখে মশা-মাছির মতো শুঙ্গ থাকে। শীতকালে বা অতি ঠান্ডাতে এরা হাইবারনেট বা শীত ঘুমে কাটায়। তখন স্ত্রী পতঙ্গেরা ১০০থেকে ১৫০টি ডিম পাড়ে।

বৈশিষ্ট্য সম্পাদনা

এ পোকা সরু লম্বা পা ও শুড় বিশিষ্ট। বাচ্চা সমূহ সবুজ থেকে বাদামী এবং পূর্ণবয়স্ক পোকা বাদামী থেকে হলদে সবুজ বর্ণের হয়।



তথ্যসূত্র সম্পাদনা

  1. Wermelinger, Beat; Forster, Beat; Wyniger, Denise (২০০৮)। "Wermelinger, Beat; Denise Wyniger; Beat Forster. 2008. First records of an invasive bug in Europe: Halyomorpha halys Stål (Heteroptera: Pentatomidae), a new pest on woody ornamentals and fruit trees? Mitteilungen der Schweizerischen Entomologischen Gesellschaft: Bulletin de la Société Entomologique Suisse 81: 1–8."। এসটুসিআইডি 82165720ডিওআই:10.5169/SEALS-402954 
  2. "Brown Marmorated Stink Bug"Pennsylvania State University। সংগ্রহের তারিখ মে ২৫, ২০১১ 
  3. Jacobs, Steve (সেপ্টেম্বর ২০১০)। Brown Marmorated Stink Bug — Entomology — Penn State University। State College, PA: Penn State University College of Agricultural Sciences। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১০ 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; move নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; newshour2011 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. Rice, Kevin B.; Bergh, Chris J.; Bergmann, Erik J.; Biddinger, Dave J.; ও অন্যান্য (২০১৪)। "Biology, ecology, and management of brown marmorated stink bug (Hemiptera: Pentatomidae)"। Journal of Integrated Pest Management5 (3): A1–A13। ডিওআই:10.1603/IPM14002  
  7. "The brown marmorated stink bug Halyomorpha halys (Stål, 1855) (Heteroptera: Pentatomidae) in Chile."Arquivos Entomolóxicos17: 305–307। এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২২ 
  8. Jacobs, Steven B. (মে ২০০৯)। "Entomological Notes: Brown Marmorated Stink Bug" (পিডিএফ)। Pennsylvania State University Department of Agriculture। অক্টোবর ৭, ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা