দ্গা'-ল্দান-খ্রি-পা

(গানদেন ত্রিপা থেকে পুনর্নির্দেশিত)

দ্গা'-ল্দান-খ্রি-পা (তিব্বতি: དགའ་ལྡན་ཁྲི་པ་ওয়াইলি: dga' ldan khri pa) বা গানদেন ত্রিপা তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধানের একটি সাম্মানিক উপাধি।

দ্গা'-ল্দান-খ্রি-পা তিব্বতের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধানের উপাধি। ১৪১০ খ্রিষ্টাব্দে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের ষষ্ঠ রাজা গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের আর্থিক সাহায্যে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা দ্গা'-ল্দান বৌদ্ধবিহার নির্মাণ করেন।[] ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা এই বিহারের প্রথম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে পরিগণিত হন। এই বিহার প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ১০২ জন লামা এই পদের অধিকারী হন। এই উপাধি তিব্বতী বৌদ্ধধর্মের প্রচলিত পুনর্জন্মমূলক উপাধি নয়।[] বর্তমান দ্গা'-ল্দান-খ্রি-পার নাম থুব-ব্স্তান-ন্যি-মা-লুং-র্তোগ্স-'দ্জিন-নোর-বু (ওয়াইলি: thub bstan nyi ma lung rtogs bstan 'dzin nor bu)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Laurent Deshayes, Histoire du Tibet. Paris 1997, p. 120.
  2. Berzin, Alexander (সেপ্টেম্বর ২০০৩)। "A Brief History of Ganden Monastery"The Berzin Archives। সংগ্রহের তারিখ ২০১০-০২-০৪  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য) Expanded with Tsenshap Serkong Rinpoche II, September 2003. Original version published in"Gelug Monasteries." Chö-Yang, Year of Tibet Edition (Dharamsala, India, 1991).