গল্প চালাও ফিল্ম বানাও

গল্প চালাও ফিল্ম বানাও ( জাপানি: গল্প চালাও, ফিল্ম বানাও ) ছিল স্টপ নট বাংলাদেশ আয়োজিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার প্রথম ঘোষণা 14 সেপ্টেম্বর স্পেকট্রা কনভেনশন সেন্টার, গুলশান, [ঢাকা] থেকে প্রকাশিত হয়। যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রথমে আয়োজক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চলচ্চিত্রের গল্প সম্পর্কে কয়েকটি ইঙ্গিত জানবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শর্ট ফিল্মটি শেষ করবেন যা জনমত সংগ্রহের জন্য বিভিন্ন দৈনিক, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হবে। তিন মাস পর জুরি বোর্ড এসএমএস ভোট, সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা এবং জুরিদের স্কোরের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে। এই প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এবং চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এ

গল্প চালাও ফিল্ম বানাও
অবস্থানঢাকা, বাংলাদেশ
আয়োজনকারীধূসর বিজ্ঞাপন
উৎসবের তারিখ30 নভেম্বর 2014

এই প্রতিযোগিতায় সাহায্য করেছে গ্রে বিজ্ঞাপন ও করখানা প্রোডাকশন।

বিশ্ববিদ্যালয়ের নাম [] চলচ্চিত্রের নাম দলের সদস্যরা ফলাফল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিরে এসো ফারিয়া ( বাংলা: ফিরে এসো ফারিয়া </link> )
বাংলাদেশ স্বাধীন বিশ্ববিদ্যালয় অতীতের একটি ডায়েরি ( বাংলা: আ ডায়েরি ফ্রম পাস্ট </link> )
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় []
ঢাকা বিশ্ববিদ্যালয়
সাউথ ইস্ট ইউনিভার্সিটি দ্য মিস্ট্রি অফ দ্য রিং ( বাংলা: আংটি রহস্য </link> )

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গল্প চালাও, ফিল্ম বানাও - The Daily Kalerkantho"। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪ 
  2. "ক্যাম্পাসসেরা চলচ্চিত্র বানাল জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়"। ২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪