গলওয়ে এডভারটাইজার

গলওয়ে এডভারটাইজার গলওয়ে শহর ও গলওয়ে কাউন্টিতে প্রতি বৃহস্পতিবার বিতরণ করা একটি নিখরচার সংবাদপত্র। এটি "বিজ্ঞাপনদাতা" -র ব্যানারে আঞ্চলিক সংবাদপত্রগুলির মধ্যে প্রথম ছিল, যা এখন অ্যাথলোন [১] এবং মায়ো, [২] ভিত্তিক সংবাদের পাশাপাশি বিজ্ঞাপনও প্রকাশ করছে। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

 

বহিঃসংযোগ সম্পাদনা