গয়রা নদী

পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী

গয়রা নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি সুধানী নদীর উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷

গয়রা নদী
অবস্থান
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানখিকিরটোলা
মোহনা 
 • অবস্থান
জিয়াগাছি
নিষ্কাশন 
 • অবস্থানসুধানী নদী

গতিপথ সম্পাদনা

গয়রা নদী উৎপত্তি হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার খিকিরটোলায়। সেখান থেকে মানুষকোল ইত্যাদি গ্রাম পঞ্চায়েত হয়ে নদীটি জিয়াগাছির পরে সুধানীর সাথে মিলিত হয়েছে। বর্তমানে এই নদীটির অনেকাংশই কৃষিজমিতে পরিণত হয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা