গন ইন সিক্সটি সেকেন্ডস (২০০০-এর চলচ্চিত্র)
গন ইন সিক্সটি সেকেন্ডস (ইংরেজি: Gone in 60 Seconds) হচ্ছে ২০০০ সালে মুক্তি প্রাপ্ত একটি কানাডীয় অ্যাকশন চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নিকোলাস কেইজ, জিওভান্নি রিবিসি, ক্রিস্টোফার একস্লেসটন, রবার্ট ডুভাল, উইল প্যাটন, এবং অ্যাঞ্জেলিনা জোলি। এটির পরিচালনায় ছিলেন ডোমিনিক সেনা, চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রতিথজশা প্রযোজক জেরি ব্রুখাইমার, যার আরো পরিচালিত ছবির মধ্যে আছে দ্য রক, আরমাগেডন, কিং আর্থার, ১৯৭৪-এর একই নামের পুর্ননির্মিত চলচ্চিত্র গন ইন সিক্সটি সেকেন্ডস (১৯৭৪)।[১]
গন ইন সিক্সটি সেকেন্ডস | |
---|---|
![]() | |
পরিচালক | ডোমিনিক সেনা[১] |
প্রযোজক | জেরি ব্রুখাইকার মাইক স্টেনসন |
রচয়িতা | এইচ.বি. হ্যালিকি (গন ইন সিক্সটি সেকেন্ডস (১৯৭৪-এর চলচ্চিত্র)) স্কট রোজেনবার্গ (চিত্রনাট্য) |
শ্রেষ্ঠাংশে | নিকোলাস কেইজ জিওভান্নি রিবিসি ক্রিস্টোফার একস্লেসটন রবার্ট ডুভাল উইল প্যাটন অ্যাঞ্জেলিনা জোলি |
সুরকার | ইয়ান বল ট্রেভর রাবিন |
চিত্রগ্রাহক | পল ক্যামেরন |
সম্পাদক | রজার বার্টন ক্রিস লেবেনজন টম মালডন |
প্রযোজনা কোম্পানি | জেরি ব্রুখাইমার ফিল্মস |
পরিবেশক | টাচস্টোন পিকচার্স |
মুক্তি | ৯ জুন, ২০০০ (যুক্তরাষ্ট্র) ৮ জুন, ২০০০ (নিউ জিল্যান্ড) ২৯ জুন, ২০০০ (অস্ট্রেলিয়া) ৪ আগস্ট, ২০০০ (যুক্তরাজ্য) |
দৈর্ঘ্য | ১১৭ মিনিট (মূল সংস্করণ) ১২৭ মিনিট (পরিচালক সংস্করণ) |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৯ কোটি ডলার |
আয় | ২৩ কোটি ডলার |
চলচ্চিত্রটির চিত্র ধারণের কাজ হয় কানাডার হ্যামিল্টন, ওন্টারিওতে, এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের লং বিচে।[২]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩।
- ↑ "Internet Movie Database — List of Films shot in Hamilton, Ontario"। Internet Movie Database। ২২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০০৯।