গন্ধভীতি বা ঘ্রাণভীতি (Osmophobia বা factophobia) বলতে কোনো গন্ধ বা ঘ্রাণের প্রতি অমূলক ভয়, ঘৃণা বা মনস্তাত্ত্বিক অতিসংবেদনশীলতাকে বুঝানো হয়। এই ধরনের ভীতি বা ফোবিয়া সাধারণত দীর্ঘস্থায়ী মাইগ্রেন বা মাথাব্যথা আক্রান্তদের মধ্যে দেখা দেয় বিশেষত যাদের ঘ্রাণসংবেদী মাইগ্রেন রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] এই ধরনের মাইগ্রেন বেশির ভাগ সময় দুর্গন্ধ বা বাজে ঘ্রাণের কারণে সক্রিয় হয়, তবে অতিসংবেদনশীলতার ক্ষেত্রে এটি যেকোন গন্ধ থেকেই দেখা দিতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় মাইগ্রেনের আক্রান্তদের মধ্যে ২৫% ব্যক্তির অল্প বা বেশী কিছুটা পরিমাণে হলেও গন্ধভীতি বা ওসমোফোবিয়া ছিল।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. olfacto, Charlton T. Lewis, Charles Short, A Latin Dictionary, on Perseus