গণপ্রজাতন্ত্রী মলোসশিয়া

মলোসশিয়া বা গণপ্রজাতন্ত্রী মলোসশিয়া একটি ক্ষুদ্র দেশ যার প্রতিষ্ঠাতা হচ্ছে কেভিন বাউঘ এবং এটা নেভাদার ডেটনে অবস্থিত। যদিও গণপ্রজাতন্ত্রী মলোসশিয়াকে দেশ হিসেবে দাবী করা হয় কিন্তু যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশ আনুষ্ঠানিকভাবে একে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

গণপ্রজাতন্ত্রী মলোসশিয়া কোন দেশ না

Respubliko de Molossia
মলোসশিয়ার জাতীয় পতাকা
পতাকা
মলোসশিয়ার Coat of Arms
Coat of Arms
নীতিবাক্য: Nothing Ventured, Nothing Gained
জাতীয় সঙ্গীত: "Fair Molossia is Our Home"[১]
মলোসশিয়ার অবস্থান
রাজধানীBaughston
সরকারি ভাষাইংরেজি, এসপেরান্তো, Deseret alphabet (ইংরেজি)
সাংগঠনিক কাঠামোসাংবিধানিক রাষ্ট্রপতিশাসিত গণপ্রজাতন্ত্র, ডি ফ্যাক্টো সামরিক স্বৈরশাসন।
কেভিন বাউঘ
• উপ রাষ্ট্রপতি
আকমেদ ভ্যান্ডারলি
আইন-সভান্যাশনাল এসেম্বলি
প্রতিষ্ঠিত
• Declared
৩ সেপ্টেম্বর ১৯৯৯
দাবিকৃত আয়তন
• মোট
০.০০৫৩ কিমি (০.০০২০ মা)
সদস্যপদ28 and 1 more on the way [২]
অভিপ্রেত মুদ্রাভেলোরা
সময় অঞ্চলমলোসশিয়ান আদর্শ সময় (UTC-৭ ঘণ্টা,৪১ মিনিট)
কলিং কোড+1 775

০.০১ একর জমির উপর স্থাপিত বাউঘের বাড়ি যা গভর্নমেন্ট হাউজ নামে পরিচিত এবং পার্শ্ববর্তী ১.৩ একর অঞ্চল নিয়ে দেশটি গঠিত। মলোসশিয়া শব্দটি স্প্যানিশ শব্দ মররো থেকে এসেছে যা অর্থ ছোট পাথুরে পাহাড়।

ইতিহাস সম্পাদনা

দাবী সম্পাদনা

গণপ্রজাতন্ত্রী মলোসশিয়া যুক্তরাষ্ট্রের মাঝে অবস্থিত একটি স্বাধীন দেশ হিসেবে দাবী করে। এবং একটি স্বাধীন দেশের মত সরকার ব্যবস্থা প্রণয়ন করেছে। ২০০২ সালে মলোসশিয়া সমলিঙ্গিক বিবাহকে বৈধ ঘোষণা করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Our New National Anthem Republic of Molossia (www.molossia.org). January 28, 2014. Retrieved on 2014-09-04.
  2. "Newsbites"Republic of Molossia। ১৮ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৪