খ্যাতি ( সংস্কৃত: ख्याति ) দক্ষের ২৪ কন্যার মধ্যে একজন। তার মাতা দক্ষপত্নী প্রসূতি।[১]

খ্যাতি
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
  • দক্ষ (পিতা)
  • প্রসূতি (মাতা)
সহোদরঅদিতি, দিতি, দনু, রতি, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, রেবতী, স্বাহা, স্বধা, মূর্তি, সতী
সঙ্গীভৃগু
সন্তানধাতা
বিধাতা
ভার্গবী
লক্ষ্মী

তার পিতার দ্বারা স্ত্রী পাঞ্চজনী (বিরিণী) থেকে আরও ৬২ জন কন্যার উৎপত্তি হয় বলে মনে করা হয়। [২] [৩] এদের মাঝে এক কন্যার নাম খ্যাতি। খ্যাতি ভৃগু ঋষির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খ্যাতি ও তার স্বামীর ধাতা-বিধাতা নামে দুই পুত্র ও কন্যা লক্ষ্মী জন্মগ্রহণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Vishnu Purana, Padma Purana
  2. Matsya Purana
  3. The Matsya Puranam P-I (B.D. Basu) English Translation Ch #5, Page 17
  4. www.wisdomlib.org (২০১৭-০৩-১৫)। "Khyati, Khyātī, Khyāti: 18 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৮