খইয়াছরা উচ্চ বিদ্যালয়

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বিদ্যালয়
(খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)

খইয়াছরা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

খইয়াছরা উচ্চ বিদ্যালয়
খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের লগো
নীতিবাক্যজ্ঞানই শক্তি
ধরনউচ্চ বিদ্যালয়
স্থাপিত১৯৩৯; ৮৫ বছর আগে (1939)
প্রধান শিক্ষকমোহাম্মদ হোসেন[১]
অবস্থান,
শিক্ষাঙ্গনখৈয়াছড়া, মীরসরাই, চট্টগ্রাম
চেয়ারম্যানশেখ মোহাম্মদ আতাউর রহমান[২]
ওয়েবসাইটwww.khaiyacharahighschool.edu.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এ বিদ্যালয়টি অবস্থিত।[৩]

ইতিহাস

সম্পাদনা

১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পূর্বে বিদ্যালয়টির জন্য তখনকার স্থানীয় জমিদার কুণ্ডরা ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের পাশে একটি চমৎকার পরিবেশে বিদ্যালয়ের জন্য জায়গা দেন। মাটির গুদাম তৈরী করে বিদ্যালয়ের পড়ালেখার কাজ চালিয়ে যান। ১৯২১ সালে বিদ্যালয়টি মাইনর স্কুল হিসাবে, ১৯৫৩ সালে এম ই জুনিয়র স্কুল হিসাবে এবং ১৯৬৯ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।[৪]

পরিচালনা ব্যবস্থা

সম্পাদনা

বিদ্যালয় পরিচালনার জন্য জনাব মোহাম্মদ কামরুল হাসান হারুনকে সভাপতি করে ১৩ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[৪]

শিক্ষক-শিক্ষার্থী

সম্পাদনা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন। বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়নরত আছে।[৪]

অবকাঠামো

সম্পাদনা

বিদ্যালয় ভবনটি একটি 'L' আকৃতির দ্বিতল ভবন।

কার্যক্রম

সম্পাদনা

এ বিদ্যালয়ে সহ-শিক্ষা কার্যক্রম রয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় পাঠদানের পাশাপাশি কারিগরী শিক্ষা ব্যবস্থাও রয়েছে।[৪]

কৃতিত্ব ও ফলাফল

সম্পাদনা

বিগত বছরের পাশের হার ৮৩.৯%।[৪]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রধান শিক্ষক"। ২০২৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২২ 
  2. "চেয়ারম্যান"। ১৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪ 
  3. "খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]