খুসরোপুর

ভারতের একটি গ্রাম

খুসরোপুর , ভারতের পাঞ্জাব প্রদেশের কপূরথলা জেলার একটি গ্রাম, এটি কপূরথলা থেকে ১৮ কিলোমিটার (১১ মাইল) দুরে অবস্থিত, যেটি খুসরোপুর জেলা ও উপ-জেলা উভয়ের সদর দপ্তর। গ্রামটি একটি পঞ্চায়েত প্রধান দ্বারা পরিচালিত হয়, যিনি গ্রামের একজন নির্বাচিত প্রতিনিধি.[২]

খুসরোপুর
গ্রাম
খুসরোপুর পাঞ্জাব-এ অবস্থিত
খুসরোপুর
খুসরোপুর
ভারতের পাঞ্জাবে অবস্থান
স্থানাঙ্ক: ৩১°১৫′০১″ উত্তর ৭৫°২৩′০৬″ পূর্ব / ৩১.২৫০১৮২° উত্তর ৭৫.৩৮৪৯৩৮° পূর্ব / 31.250182; 75.384938
দেশ ভারত
রাজ্যপাঞ্জাব
জেলাকপূরথলা
জনসংখ্যা (২০১১)
 • মোট৮৮৪[১]
 লিঙ্গ অনুপাত ৪৭৯/৪০৫/
ভাষা
 • সরকারীপাঞ্জাবী
 • অন্য ভাষাহিন্দী
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)
পিন১৪৪৬২৫

জনসংখ্যা সম্পাদনা

 ভারতের ২০১১ সালের জনগণনা অনুযায়ী,খুসরোপুরে মোট ঘরের সংখ্যা ১৬৯ এবং জনসংখ্যা ৮৮৪ জন, যার মধ্যে ৪৭৯ জন পুরুষ এবং ৪০৫ জন নারী। খুসরোপুরের সাক্ষরতার হার ৭৪.৪৩%, পাঞ্জাব প্রদেশের গড় ৭৫.৮৪% র চেয়ে কম। জনসংখ্যার ৬ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা ৯৪, যা খুসরোপুরের মোট জনসংখ্যার ১০.৬৩% এবং শিশু সন্তানের লিঙ্গ অনুপাত প্রায় ৭০৯, পাঞ্জাব প্রদেশের গড় ৮৪৬ এর তুলনায় কম [৩]

জনসংখ্যার তথ্য সম্পাদনা

বিবরণ মোট পুরুষ মহিলা
মোট  ঘর ১৬৯ - -
জনসংখ্যা ৮৮৪ ৪৭৯ ৪০৫
শিশু (০-৬) ৯৪ ৫৫ ৩৯
তফসিলি জাতি ২৫১ ১৩৬ ১১৫
তফসিলি উপজাতি
সাক্ষর ৭৪.৪৩% ৭৮.৭৭ % ৬৯.৪০ %
মোট শ্রমিক ৪২৪ ৩০৪ ১২০
প্রধান কর্মী ৩৬০
প্রান্তিক কর্মী ৬৪ ৩৭ ২৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Khusropur Population per Census 2011"census2011.co.in 
  2. "About the village"onefivenine.com 
  3. "Khusropur"census2011.co.in। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা