খুশবু বাংলা
খুশবু বাংলা একটি বাংলা ভাষা টেলিভিশন চ্যানেল, যেটির প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত। চ্যানেলটি মনোরঞ্জন টিভি লিমিটেডের মালিকানাধীন। চ্যানেলটি ২০১৭ সালের ১৪ অক্টোবর যাত্রা শুরু করে। মনোরঞ্জন টিভি বিভিন্ন বয়সী নাগরিকদের জন্য অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। তবে, এটি মূলত বাংলা চলচ্চিত্র প্রচার করে থাকে। চ্যানেলটি ২৪ ঘণ্টাই সম্প্রচার কার্যক্রম প্রচার করে থাকে। ২০১৮ সালে চ্যানেলটি বাংলাদেশি টেলিভিশন ধারাবাহিক ক্রাইম পেট্রল সম্প্রচার করা শুরু করে।[১][২][৩]
খুশবু বাংলা | |
---|---|
উদ্বোধন | ১৪ অক্টোবর ২০১৭ |
মালিকানা | মনোরঞ্জন টিভি গ্রুপ লিমিটেড |
চিত্রের বিন্যাস | এসডিটিভি |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | মনোরঞ্জন+ টিভি,মনোরঞ্জন মিউজিক, মনোরঞ্জন মুভিজ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "ভারতীয় চ্যানেলে বাংলাদেশের ক্রাইম পেট্রোল, ডাবিং হবে হিন্দিতেও"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯।
- ↑ "ভারতীয় চ্যানেলে বাংলাদেশের নাটক 'ক্রাইম প্যাট্রোল'"। জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভারতীয় চ্যানেলে বাংলাদেশের ক্রাইম পেট্রোল"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯।