খুমায়ুন বেগমুরাতভ

খুমায়ুন বেগমুরাতভ একজন উজবেক দাবাড়ু

খুমায়ুন বেগমুরাতভ
দেশউজবেকিস্তান
জন্ম (2010-07-02) ২ জুলাই ২০১০ (বয়স ১৩)[১]
তাসখন্দ, উজবেকিস্তান
খেতাবফিদে মাস্টার (২০২২)
সর্বোচ্চ রেটিং2431 (January 2023)

দাবা ক্যারিয়ার সম্পাদনা

এপ্রিল ২০১৭-এ, বেগমুরাটভ এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৮ বিভাগে রৌপ্য পদক জিতেছিল।[২]

২০২২ সালের ডিসেম্বরে, বেগমুরাটভ ওয়ার্ল্ড র‌্যাপিড এবং ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেন। র‌্যাপিড চ্যাম্পিয়নশিপে, তিনি এলিজা এভারেট, আজিজ দেগেনবায়েভ এবং এর্নুর অ্যামেঞ্জেলডির বিরুদ্ধে জয়লাভ করেন। ব্লিটজ চ্যাম্পিয়নশিপে, তিনি জিএম ভ্লাদিমির বার্মাকিনকে পরাজিত করতে সক্ষম হন এবং একটি চতুর এন্ডগেমে প্রতারণার মাধ্যমে এনদেরিম সারাসিকে ড্র করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Khumoyun_Begmuratov" 
  2. "India overall champions in Asian Youth"। এপ্রিল ৯, ২০১৭। 
  3. Shabazz, Daaim (জানুয়ারি ৫, ২০২৩)। "Is Classical Chess Dead?" 

বহিঃসংযোগ সম্পাদনা