খালিদ আনোয়ার সাইফুল্লাহ

খালিদ আনোয়ার সাইফুল্লাহ (১ আগস্ট ১৯৬৫ — ১৮ মার্চ ২০২৪), যিনি খালিদ নামেই অধিক পরিচিত, ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী এবং রক ব্যান্ড দল চাইমের প্রধান গায়ক।[১] তিনি ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন।[১][২][৩][৪]

খালিদ আনোয়ার সাইফুল্লাহ
জন্ম
খালিদ আনোয়ার

(১৯৬৫-০৮-০১)১ আগস্ট ১৯৬৫
গেটপাড়া,সদর, গোপালগঞ্জ
মৃত্যু১৮ মার্চ ২০২৪(2024-03-18) (বয়স ৫৮)
জাতীয়তা বাংলাদেশ
পেশাসঙ্গীতশিল্পী
কর্মজীবন১৯৮৩—২০২৪
পিতা-মাতা

জীবনী সম্পাদনা

খালিদ ১৯৬৫ সালের ১ আগস্ট গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ উপজেলার গেটপাড়া নামক স্থানে জন্মগ্রহণ করেন।[১] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক অর্জন করেন।[৫] বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ১৯৮১ সালে তিনি সঙ্গীতজগতে প্রবেশ করেন। 'ফ্রিজিং পয়েন্ট' নামক একটি ব্যান্ড দলে যোগদান করেন।[৫] ১৯৮৩ সালে ফ্রিজিং পয়েন্টের নাম পরিবর্তন করে রাখা হয় চাইম যার প্রধান গায়ক হন খালিদ।[১] ১৯৮৫ সালে প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ‘চাইম’ ব্যান্ডের একই নামের প্রথম অ্যালবামে প্রথম কণ্ঠ দেন।[৫] [৬] পরবর্তীতে ১৯৯০-এর দশকে একক গায়ক হিসেবেও শ্রোতাপ্রিয়তা অর্জন করেন।[৭]

উল্লেখযোগ্য গান সম্পাদনা

সঙ্গীতজীবনে খালিদ অসংখ্য গান কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য গানসমূহ[১][২][৪],

  • ‘সরলতার প্রতিমা’
  • ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’
  • ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’
  • ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’
  • ‘হয়নি যাবারও বেলা’
  • ‘তুমি নেই তাই’
  • ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’
  • 'নাতি খাতি বেলা গেলো'
  • ‘কালো মাইয়া’

অ্যালবাম সম্পাদনা

চাইম ব্যান্ডের অ্যালবাম, একক ও যৌথ অ্যালবাম যাতে খালিদ কণ্ঠ দিয়েছেন তার মধ্যে রয়েছে, [৫]

  • চাইম (১৯৮৫) - চাইম
  • নারী (১৯৯৬) - চাইম
  • জন্ম (২০০২) - চাইম
  • কীর্তনখোলা (২০০৫) - চাইম
  • সরলতার প্রতিমা (২০০৭)
  • সাত আসমান (২০০৭)
  • হৃদয় ভাঙার শব্দ (২০০৭)
  • স্বপ্ন দেখার স্বপ্ন (২০০৭)
  • ঘুমাও (২০০৮)

ব্যক্তিগত জীবন ও মৃত্যু সম্পাদনা

ব্যক্তিগত জীবনে খালিদ শামীমা জামানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৭] এই দম্পতির ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। ২০২৪ সালের ১৮ মার্চ হৃদরোগ জনিত অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে একইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, বিনোদন (১৮ মার্চ ২০২৪)। "'সরলতার প্রতিমা' গায়ক খালিদ মারা গেছেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪ 
  2. "কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪ 
  3. Pratidin, Bangladesh (১৮ মার্চ ২০২৪)। "'যদি হিমালয় হয়ে দুঃখ আসে'র গায়ক খালিদ মারা গেছেন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪ 
  4. "চাইমের জনপ্রিয় শিল্পী খালিদ আর নেই"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১১ 
  6. "ব্যান্ড তারকা খালিদ মারা গেছেন"ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪ 
  7. "ফেরানো গেল না তাকে"দেশ রুপান্তর। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪