খারকিভ ক্যাথেড্রাল মসজিদ

উইক্রেনের একটি মাসজিদ

খারকিভ ক্যাথেড্রাল মসজিদ (ইউক্রেনীয়: Харківська соборна мечеть; এছাড়াও খবিদরালী মসজিদ নামেও পরিচিত) ইউক্রেনে অবস্থিত একটি মাসজিদ।

খারকিভ ক্যাথেড্রাল মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাখারকিভ অঞ্চল
অবস্থাসক্রিয়
অবস্থান
এলাকা ইউক্রেন
স্থাপত্য
ধরনমাসজিদ
সম্পূর্ণ হয়২০১০
বিনির্দেশ
গম্বুজসমূহ
মিনার

ইতিহাস

সম্পাদনা

১৯০৭ সালে লোপান নদীর তীর ঘেঁষে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। ১৯৩৬ সালে উক্ত সময়ের ক্ষমতাধর ব্যক্তি জোসেফ স্টালিন এই মসজিদটি ধ্বংস করে দিয়েছিলেন। তার দাবি ছিল যে, এই মসজিদটি নদীর সৌন্দর্যে ব্যাঘাত করছে। পরে ২০১০ সালে একই জায়গায় মসজিদটি পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং ২০১৬ সালে তা সম্পূর্ণ হয়।

তথ্যসূত্র

সম্পাদনা