খাজা কামালউদ্দীন আহমদ

বাংলাদেশের ইসলামী শিক্ষাবিদ,গবেষক ও অধ্যক্ষ

শামসুল উলামা খাজা কামালউদ্দীন আহমদ একজন বাংলাদেশী ইসলামি শিক্ষাবিদ, গবেষক ও অধ্যক্ষ। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার ২৭ তম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। তিনিই এই আলিয়া মাদ্রাসার প্রথম মুসলিম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।[১][২][৩] তিনি ১৯২৭ সালে এই মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তিনি তৎকালীন আই.ই.এস ডিগ্রি লাভ করেছিলেন।[৪]

অধ্যক্ষ, শামসুল উলামা
খাজা কামালউদ্দীন আহমদ
২৭ তম অধ্যক্ষ
কলকাতা আলিয়া মাদ্রাসা
কাজের মেয়াদ
১৯২৮ – ১৯২৭
পূর্বসূরীএ এইচ হারলি
উত্তরসূরীখান বাহাদুর মোহাম্মদ হেদায়াত হোসাইন
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
পেশাশিক্ষাবিদ, অধ্যক্ষ
যে জন্য পরিচিতকলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম মুসলিম অধ্যক্ষ

১৮৫০ মাদ্রাসাটিতে অধ্যক্ষের পদ সৃষ্টি হলেও ৭৭ বছর পরে কোন মুসলিম এই মাদ্রাসার অধ্যক্ষের পদ লাভ করেন, এরমধ্যে ২৬ জন ইংরেজ পণ্ডিত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ১৯৪৭ সালের দেশভাগের সময় মাদ্রাসাটির একটি অংশ ঢাকায় স্থানান্তরিত করা হয়, নামকরণ হয়, ঢাকা আলিয়া মাদ্রাসা। কামালউদ্দিন মাদ্রাসাটিতে দায়িত্ব গ্রহণ করলে এই বছরই অন্যান্য মাদ্রাসার সঙ্গে কলকাতা মাদ্রাসাতেও আলিম, ফাজিল, কামিল, মুমতাজুল মুহাদ্দেসিন প্রভৃতি শিক্ষাক্রমের সূচনা ঘটে। এবং মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার ব্যপক উন্নয়ন সাধিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আলিয়া মাদ্রাসা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  2. Salim, Dr Md Adnan Arif (২০১৯-০৪-২৭)। "কওমী এবং আলিয়া মাদ্রাসা প্রসঙ্গ"মো. আদনান আরিফ সালিম (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  3. "আলিয়া মাদরাসা: ইতিহাস ঐতিহ্য ও গোড়াপত্তন"পাবলিক ভয়েস (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৬। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  4. "সরকারি মাদ্রাসা-ই-আলিয়া | GOVT. MADRASAH-E-ALIA"www.dhkgovmalia.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২