খসড়া:রুদ্রজ ব্রাহ্মণ

নাথ বা দেবনাথদের সাধারণ ব্রাহ্মণ পদবী হল পুরুষদের “দেবশর্মা” এবং মহিলাদের “দেবী”। বৈদিক ক্রিয়া কর্মে এই সাধারণ ব্রাহ্মণপদবী ব্যবহৃত হয়। তবে নাথ পদবীধারী সকলেই ব্রাহ্মণ বর্ণ ভুক্ত নয়। অব্রাহ্মণদের মধ্যেও নাথ পদবী আছে। নাথ বা দেবনাথদের মধ্যে ছোট বড় কোন ভাগ নাই, সকলেই সমান, সকলেই রুদ্রজ শ্রেণীর ব্রাহ্মণ।