খসড়া:বিধানিক কক্ষ

বিধানিক কক্ষ বা সংসদ কক্ষ হলো একটি আলোচনা সভা, যা সাধারণত আইনসভা বা সংসদের অন্যান্য কক্ষ থেকে পৃথকভাবে বসে এবং ভোট দেয়।[১] আইনসভা সাধারণতঃ হয় এককক্ষবিশিষ্ট (অর্থাৎ একটি কক্ষ নিয়ে গঠিত) অথবা দ্বিকক্ষবিশিষ্ট (দুটি কক্ষ নিয়ে গঠিত)। বিরল উদাহরণ হিসেবে ত্রিকক্ষবিশিষ্ট ও চতুর্কক্ষবিশিষ্ট আইনসভাও দেখা যায়। সমাজতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র যুগোস্লাভিয়া একমাত্র এমন দেশ যা পঞ্চকক্ষবিশিষ্ট (পরে ষড়কক্ষবিশিষ্ট) আইনসভা গঠন করেছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Legislative Organization & Procedures ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুন ২০১৩ তারিখে. The National Conference of State Legislatures. www.ncsl.org. Retrieved June 29, 2013.