খসড়া:ড. নুরুল আবসার খান

ড. নুরুল আবসার খান
জন্ম১ ফেব্রুয়ারি ১৯২৪
মৃত্যু২২ মে ১৯৮৬
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
ওহিও বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণবিজ্ঞানী, শিক্ষাবিদ

ড. নুরুল আবসার খান (১৯২৪-১৯৮৬) যিনি ড. এন. এ খান নামে পরিচিত, একজন বাংলাদেশী বিজ্ঞানী ও শিক্ষাবিদ। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে ১৯২৪ সালের ১ ফেব্রুয়ারি নুরুল আবসার জন্মগ্রহণ করেন।[১]

ড. নুরুল আবসার খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৫ সালে রসায়ন শাস্ত্রে অনার্সসহ বি.এস-সি ডিগ্রি এবং ১৯৪৬ সালে একই শাস্ত্রে এম.এসসি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে তিনি পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে এম.এস ডিগ্রি এবং তেল ও চর্বি বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।

নুরুল আবসার খান ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানে গবেষণা সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৬ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৬ সালে ঢাকায় অবস্থিত পূর্বাঞ্চলীয় গবেষণাগার-এর পরিচালক পদে উন্নীত হন।

বাংলাদেশের স্বাধীনতা লাভের পর তিনি বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর - সায়েন্স ল্যাবরেটরি)-এর সদস্য ও পরবর্তীতে ১৯৭৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি বিসিএসআইআর -এর চেয়ারম্যান নিযুক্ত হন এবং ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে লন্ডনের রয়েল ইনস্টিটিউট-এর ফেলো, ১৯৭৫ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো এবং ১৯৮০ সালে লন্ডনের প্লাস্টিক অ্যান্ড রাবার ইনস্টিটিউট-এর ফেলো নির্বাচিত হন। একাধিক গবেষণা প্রবন্ধের পাশাপাশি আবসার খানের ২১টি মনোগ্রাফ এবং শিল্প-কারখানাসমূহের জন্য ৫২টি পেটেন্ট প্রকাশিত হয়। আমেরিকার বিভিন্ন তেল ও চর্বি শিল্প প্রতিষ্ঠানসহ উল্লেখযোগ্যসংখ্যক দেশি-বিদেশি শিল্প-কারখানার উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যে কমনওয়েলথ ভিজিটিং অধ্যাপকের সম্মাননাও লাভ করেন।

মৃত্যু

সম্পাদনা

নুরুল আবসার খান ১৯৮৬ সালের ২২ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা