খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়

উঃ ২৪ পরগনা জেলার বিদ্যালয়

খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১৯৬২ সালে খড়ুয়া রাজাপুর গ্রামবাসীদের উদ্যোগে গড়ে ওঠে। ২০১০ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা চারশোর বেশি । বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন অন্যান্য কর্মী আছেন। বর্তমানে বিদ্যালয়টিতে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগে পাঠ দানের ব্যবস্থা রয়েছে।[১]

খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়
Kharua Rajapur High School.jpg
অবস্থান
মানচিত্র
তথ্য
ধরনকো-এডুকেশনাল
প্রতিষ্ঠাকাল১৯৬২
অধ্যক্ষশংকর কুমার সরকার
অনুষদ১৭
শিক্ষার্থী সংখ্যা৪০০+
ক্যাম্পাসগ্রামঞ্চলীয়
অন্তর্ভুক্তি
  • পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ
  • পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ

বিদ্যালয়ে পঠনের বিষয়সম্পাদনা

কলা বিভাগসম্পাদনা

  • বাংলা
  • ইংরাজি
  • ইতিহাস
  • ভূগোল
  • সংস্কিত
  • দর্শন
  • এডুকেশন

বিজ্ঞান বিভাগসম্পাদনা

গ্রন্থাগারসম্পাদনা

বিদ্যালয়ে একটি গ্রন্থাগার রয়েছে। যেখানে ৫০০ এর বেশি বই আছে।এই গ্রন্থাগার বিদ্যালয়েত ছাত্র-ছাত্রীদের জ্ঞান বৃদ্ধিতে নিয়জিত রয়েছে

বিদ্যালয়ের পরিকাঠামোসম্পাদনা

 
খড়ুয়া রাজাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ

বিদ্যালয়টিতে ২৯ টি শ্রেনী কক্ষ রয়েছে। ৩ টি বীক্ষণাগার ও একটি প্রসস্থ খেলার মাঠ বিদ্যালয়ে বর্তমান। বিদ্যালয়টির দক্ষিণ পাশে বা সমুখ ভাগে পাকা রাস্তার সঙ্গে রয়েছে বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ ও বিদ্যালয় প্রাচীর।বাকি তিন দিকে কাঁটাতারের ঘেরা রয়েছে।[২][৩]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Kharua Rajapur High School,Kalupur,West Bengal" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "KHARUA RAJAPUR HIGH SCHOOL BONGAON" 
  3. "Kharua Rajapur High School, Vill-Kharua Rajapur, North 24 ..."। ২১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগসম্পাদনা