খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়
খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১৯৬২ সালে খড়ুয়া রাজাপুর গ্রামবাসীদের উদ্যোগে গড়ে ওঠে। ২০১০ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা চারশোর বেশি । বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন অন্যান্য কর্মী আছেন। বর্তমানে বিদ্যালয়টিতে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগে পাঠ দানের ব্যবস্থা রয়েছে।[১]
বিদ্যালয়ে পঠনের বিষয়
সম্পাদনাকলা বিভাগ
সম্পাদনা- বাংলা
- ইংরাজি
- ইতিহাস
- ভূগোল
- সংস্কিত
- দর্শন
- এডুকেশন
বিজ্ঞান বিভাগ
সম্পাদনা- গণিত
- পদার্থবিদ্যা
- রসায়ন
- জীববিদ্যা
- পরিবেশবিদ্যা
গ্রন্থাগার
সম্পাদনাবিদ্যালয়ে একটি গ্রন্থাগার রয়েছে। যেখানে ৫০০ এর বেশি বই আছে।এই গ্রন্থাগার বিদ্যালয়েত ছাত্র-ছাত্রীদের জ্ঞান বৃদ্ধিতে নিয়জিত রয়েছে
বিদ্যালয়ের পরিকাঠামো
সম্পাদনাবিদ্যালয়টিতে ২৯ টি শ্রেনী কক্ষ রয়েছে। ৩ টি বীক্ষণাগার ও একটি প্রসস্থ খেলার মাঠ বিদ্যালয়ে বর্তমান। বিদ্যালয়টির দক্ষিণ পাশে বা সমুখ ভাগে পাকা রাস্তার সঙ্গে রয়েছে বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ ও বিদ্যালয় প্রাচীর।বাকি তিন দিকে কাঁটাতারের ঘেরা রয়েছে।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kharua Rajapur High School,Kalupur,West Bengal"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "KHARUA RAJAPUR HIGH SCHOOL BONGAON"।
- ↑ "Kharua Rajapur High School, Vill-Kharua Rajapur, North 24 ..."। ২১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৭।