ক্ষ্যাপার গান বাংলা স্বাধীন রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলির সপ্তম এবং চতুর্থ সম্পাদিত অ্যালবাম। ১৯৯৯ সালে আশা অডিও কর্তৃক এটি ভারতে মুক্তি পায়।[১]

ক্ষ্যাপার গান
হিরণ মিত্র কর্তৃক ক্ষ্যাপার গান অ্যালবামের প্রচ্ছদ
কর্তৃক রেকর্ডিং
মুক্তির তারিখ১৯৯৯ (1999)
স্টুডিওস্টুডিও প্রেস্তো
সঙ্গীত প্রকাশনীআশা অডিও
প্রযোজকআশা অডিও
মহীনের ঘোড়াগুলি কালক্রম
মায়া
(২০০৪)
ক্ষ্যাপার গান
(১৯৯৯)

অ্যালবামে সংকলিত "তাই জনাই গানে (ভালোবাসি তোমায়)" গানটি জিম ক্রসের "আই'ল হ্যাব টু সে আই লাভ ইউ ইন অ্যা সং" গানের কথা ও সুরের উপর ভিত্তি করে রচিত। এছাড়াও গানটি তাদের ১৯৭৮ সালের অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব শিরোনামে দ্বিতীয় স্টুডিও অ্যালবামের "সুধিজন শোন" গানের পুনঃনির্মাণ। অন্যদিকে "বাঙ্গালি করেছে ভগবান" গানটি প্রচলিত সাঁওতালি গান "সান্তাল করেছে ভগবান" গানের বঙ্গরূপ।

ট্র্যাক তালিকায়ন সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারপরিবেশনকারীদৈর্ঘ্য
১."শোন, সুধীজন"মহীনের ঘোড়াগুলিমহীনের ঘোড়াগুলিক্রসউইন্ডস৪:২৫
২."ক্রিকেট"  অর্ণব চট্টোপাধ্যায়৩:৪৫
৩."সাততলা বাড়ি"কমল চক্রবর্তীপ্রদীপ চট্টোপাধ্যায়প্রদীপ চট্টোপাধ্যায়৩:৪৭
৪."বাঙালি করেছে ভাগবান" ("সান্তাল করেছে ভগবান" গানের বঙ্গরূপ)সংকলিতসংকলিতগৌতম 
৫."ঘরে ফেরার গান"গৌতমগৌতমচন্দ্রানী বন্দ্যোপাধ্যায়৫:৫৭
৬."তাকে যত তাড়াই দূরে"তাপস দাসতাপস দাসতাপস দাস৪:৩৬
৭."সবাই তো ইন্‌সান"  অণুপ বিশ্বাস, বাদল সরকার৪:৩০
৮."তাই জনাই গানে" (ভালোবাসি তোমায়)অরুনেন্দু দাসঅরুনেন্দু দাসঅরুনেন্দু দাস 
৯."পাখিদের সুরে গান"গৌতমগৌতমক্রসউইন্ডস৪:৫৬

কর্মিবৃন্দ সম্পাদনা

মহীনের ঘোড়াগুলি
অন্যান্য
  • ক্রসউইন্ডস –কণ্ঠ
  • অর্ণব চট্টোপাধ্যায় –কণ্ঠ
  • চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় –কণ্ঠ
  • অণুপ বিশ্বাস –কণ্ঠ
  • বাদল সরকার –কণ্ঠ
  • অরুনেন্দু দাস –কণ্ঠ
  • দেবজিৎ বিশ্বাস
  • শ্রীরূপ

তথ্যসূত্র সম্পাদনা

  1. ঘোষ, স্যমন্তক (২৩ জুন ২০১৮)। "স্বপ্নেও বিপ্লবেরই রং দেখতেন গৌতম চট্টোপাধ্যায়"কলকাতা: আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা