ক্লেয়ার হ্যারিস (নৃতত্ত্ববিদ)

ক্লেয়ার এলিজাবেথ হ্যারিস, (জন্ম ১৯৬৫) একজন ব্রিটিশ নৃতত্ত্ববিদ, শিল্প ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়া এবং তিব্বত বিশেষজ্ঞ। তিনি ১৯৯৮ সাল থেকে পিট রিভারস মিউজিয়ামে এশীয় সংগ্রহের তত্বাবধায়ক এবং ২০১৪ সাল থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা নৃবিজ্ঞানের অধ্যাপক। তিনি জুলাই ২০১৯ সালে ব্রিটিশ একাডেমী (এফবিএ), মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য যুক্তরাজ্যের জাতীয় একাডেমীর একজন সভ্য নির্বাচিত হন। [১] [২] [৩] [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Harris, Prof. Clare Elizabeth"Who's Who 2020 (ইংরেজি ভাষায়)। Oxford University Press। ১ ডিসেম্বর ২০১৯। আইএসবিএন 978-0-19-954088-4ডিওআই:10.1093/ww/9780199540884.013.U293382। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  2. "Professor Clare Harris"The British Academy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  3. "Professor Clare Harris"Magdalen College। University of Oxford। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  4. "Prof Clare Harris FBA"Pitt Rivers Museum (ইংরেজি ভাষায়)। University Of Oxford। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০