ক্রিশ্চিয়ান কলসন
ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক
ক্রিশ্চিয়ান কলসন (জন্মঃ ১৫ সেপ্টেম্বর ১৯৬৮) একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক। ২০০৮ সালে প্রযোজিত চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারের জন্যে[১] তিনি অনেক পরিচিত হন। চলচ্চিত্রটি তাকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার যেমন — শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্যে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার এবং বাফটা পুরস্কার।[২]
ক্রিশ্চিয়ান কলসন | |
---|---|
জন্ম | ১৫ সেপ্টেম্বর ১৯৬৮ বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা |
পেশা | প্রযোজক |
কর্মজীবন | ২০০৫–বর্তমান |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপ্রযোজক
সম্পাদনা- দ্য ডিসেন্ট (২০০৫)
- সেপারেট লাইস (২০০৫)
- ইডেন লেক (২০০৮)
- স্লামডগ মিলিয়নিয়ার (২০০৮)
- দ্য ডিসেন্ট পার্ট টু (২০০৯)
- সেঞ্চুরিয়ান (২০১০)
- ১২৭ আওয়ারস (২০১০)
- ট্র্যান্স (২০১৩)
- সেলমা (২০১৪)
- স্টিভ জবস (২০১৫)
- ট্রেনস্পটিং ২ (২০১৭)
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্রিশ্চিয়ান কলসন (ইংরেজি)