ক্রিকেট কোচিং স্কুল

ক্রিকেট কোচিং স্কুল বাংলাদেশি ঘরোয়া ক্রিকেট লিগের একটি দল। দলটি ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে লিস্ট এ ম্যাচে অংশ নিয়েছিল।

ক্রিকেট কোচিং স্কুল
সিসিএস
ইতিহাস
শিরোপার সংখ্যা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগ জয়

ইতিহাস সম্পাদনা

দলটির লিস্ট এ আঙিনায় অভিষেক ঘটে ২০১৩-১৪ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসরে। টানা পাঁচ ম্যাচ হারার পর ষষ্ঠ ম্যাচ জেতে তারা। সপ্তম ম্যাচে তারা মাঠে আসতে দেরি করায় তাদেরকে লিগ থেকে অবনমিত করে দেওয়া হয়।[১] এরপর ঢাকা প্রথম বিভাগ লিগের ২০১৪-১৫ মৌসুমের আসরে ১৬ ম্যাচের ১৪ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়ে তারা আবার ঢাকা প্রিমিয়ার লিগে ফেরে।[২] অতঃপর, ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের ১১ ম্যাচের মাঝে মাত্র ২ টি ম্যাচ জিতে আবার অবনমিত হয়ে যায় দলটি।[৩]

লিস্ট এ রেকর্ড সম্পাদনা

  • ২০১৩-১৪: ৭ ম্যাচে ১ জয়, রেলিগেটেড।
  • ২০১৫-১৬: ১১ ম্যাচে ২ জয়, একাদশ, রেলিগেটেড।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Brothers Union v Cricket Coaching School 2013-14"CricketArchive। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৫ 
  2. "Dhaka First Division Cricket League - 2014"Bangladesh Cricket Board। ১৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৫ 
  3. Isam, Mohammad। "Mazid, Al-Amin seal top-spot finish for Victoria"Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬