ক্রা দাদি জেলা

অরুণাচল প্রদেশের একটি জেলা

ক্রা দাদি জেলা উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের একটি অন্যতম জেলা৷ ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি কুরুং কুমেই জেলার একাংশ পৃথক করে এই জেলাটটি সৃষ্টি করা হয়েছিল৷[২] এই জেলার সদর শহর পালিন৷ জেলাটির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী নিচি জনজাতির৷

ক্রা দাদি জেলা
অরুণাচল প্রদেশের জেলা
দেশভারত
রাজ্যঅরুণাচল প্রদেশ
প্রতিষ্ঠিত৭ ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-07)
সদরদপ্তরপালিন
সরকার
 • লোকসভা কেন্দ্রঅরুণাচল পশ্চিম
 • বিধানসভা আসন২টা (তালি, পালিন)
জনসংখ্যা (2011)[১]
 • মোট২২,২৯০
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৪৪%[১]
 • লিঙ্গানুপাত১০২৭[১]
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

 
জেলাটির সদর পালিনের দৃশ্য

২০১৩ সালের ২১ মার্চ অরুণাচল প্রদেশ (জেলা পুনর্সংগঠন) আইনের দ্বারা ক্রা দাদি জেলা গঠনের প্রস্তাব গৃহীত হয়৷[৩] ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি সেইসময়ের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবাম টুকী এই নতুন জেলাটি উদ্বোধন করেন৷[২]

প্রশাসন সম্পাদনা

বর্তমান জেলাটির অস্থায়ী সদর পালিন৷ পালিন থেকে ২০ কিমি দুরত্বে অবস্থিত জামিন শহরকে জেলাটির সদর হিসাবে প্রস্তাব করা হয়েছে৷

ক্রা দাদি জেলায় দুটি বিধানসভা কেন্দ্র আছে- তালি ও পালিন৷ তাছাড়া, জেলাটিকে আটটা প্রশাসনিক বৃত্তে বিভক্ত করা হয়েছে- পালিন, জামিন, য়াংটে, চামবাং, তরক লাংডি, গাংটে, তালি এববং পিপসোরাং৷[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kra Daadi: Demography"। kradaadi.nic.in। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮ 
  2. "Arunachal Pradesh carves out new district"The Times of India। ৯ ফেব্রুয়ারি ২০১৫। 
  3. "Arunachal clears bill for four new districts"The Times of India। ২২ মার্চ ২০১৩। 

বহিঃসংযোগ সম্পাদনা