ক্রান্তিকারি সাম্যবাদী পার্টি

ক্রান্তিকারি সাম্যবাদী পার্টি (ইংরেজি: রেভোল্যুশনারি কমিউনিস্ট পার্টি) বিহার রাজ্যের একটি ভারতীয় রাজনৈতিক দল যা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে একটি বিচ্ছিন্ন দল হিসাবে উদ্ভূত হয়েছিল।

ইতিহাস সম্পাদনা

২০০০ বিহার বিধানসভা নির্বাচনে কেএসপি সাতজন প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং লালু প্রসাদ যাদবের আরজেডি সমর্থিত দুটি আসনে জয়লাভ করে।[১][২]

পরে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কেএসপি মধুবনীতে একজন প্রার্থীকে ঘোষণা করেছিল, যিনি ৬৯৪৮ ভোট পেয়েছিলেন (সেই আসনে ভোটের ১%)। কেএসভিপি ভারতীয় কমিউনিস্ট এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রের কনফেডারেশনে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Election Commission of India - Patywise List of Candidates"। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩ 
  2. "CNN IBN - Bihar Election Candidates 2009"। ২০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩