গণিতে, ক্রম সীমা হল সেই মান যা ধারাবাহিকতার সাথে পরিবর্তিত হয় । যদি সত্যি সীমা বিদ্যমান থাকে, সেই ধারাবাহিকতাকে বলে এক-কেন্দ্রাভিমুখী । যে ধারাবাহিকতা এক-কেন্দ্রাভিমুখী নয় সেটি অপসরণশীল । ক্রম সীমাকে বলাযায় সেই মৌলিক ধারণা যেখানে সমগ্র বিশ্লেষণ চূড়ান্তভাবে শেষ হয় ।

আর্কেমিডিস পাই একটি উদাহরণ

সীমার ধারণা যেকোনো মেট্রিক অথবা টপোলজিকাল স্থানেই পাওয়া যায় কিন্তু প্রথম ব্যাবহিত হয় বাস্তব সংখ্যায়