ক্যারল বার্নথ
অস্ট্রেলীয় অ্যাথলেট
ক্যারল এস্টেল বার্নথ (জন্ম ১১ মে ১৯৩৮) একজন অস্ট্রেলীয় ক্রীড়াবিদ। তিনি ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের উচ্চ লম্ফে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [১]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ক্যারল এস্টেল বার্নথ |
জন্ম | কুলাঙ্গত্তা, কুইন্সল্যান্ড | ১১ মে ১৯৩৮
ক্রীড়া | |
ক্রীড়া | মল্লক্রীড়া |
বিভাগ | উচ্চ লম্ফ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Carol Bernoth Olympic Results"। Sports-Reference.com এ অলিম্পিক। স্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ক্যারল বার্নথের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- অস্ট্রেলীয় অলিম্পিক কমিটিতে ক্যারল বার্নথ (ইংরেজি)
- কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ায় - ক্যারল বার্নথ
- অলিম্পিক.কমে ক্যারল বার্নথ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ক্যারল বার্নথ (ইংরেজি)
- কমনওয়েলথ গেমস ফেডারেশনে - ক্যারল বার্নথ