ক্যাপিটাল ফুটবল (নিউজিল্যান্ড)
ক্যাপিটাল ফুটবল (ইংরেজি: Capital Football; এছাড়াও সংক্ষেপে সিএফ নামে পরিচিত) হচ্ছে নিউজিল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১][২] এই সংস্থাটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত।
![]() | |
প্রতিষ্ঠিত | ১৮৯০ |
---|---|
সদর দপ্তর | ওয়েলিংটন, নিউজিল্যান্ড |
ফিফা অধিভুক্তি | নেই |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি ঘরোয়া ফুটবলে সেন্ট্রাল প্রিমিয়ার লীগ এবং ক্যাপিটাল ফুটবল ডাব্লিউ-লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wellington Soccer Association History"। Sports TG। ৬ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
- ↑ Hyslop, Liam। "Football Development Project: Capital Football's plan to provide clarity to the Wellington youth space"। Stuff.co.nz। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)