ক্যান্টারবেরির পিটার

ক্যান্টারবেরির পিটার[১] বা পেটরাস[২] (মৃত্যু খ্রিস্টাব্দ ৬০৭ বা ৬১৪ এর পর) সেণ্ট বেনিডিক্টের সম্প্রদায়ভুক্ত একজন সন্ন্যাসী ছিলেন এবং ইংল্যান্ডে গ্রেগরিয়ান মিশনের অগাস্টিনের সহচর ছিলেন। তিনি সেন্ট অগাস্টিন গির্জার প্রথম প্রধান যাজক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অগাস্টিন পিটারকে রোমে [পোপ গ্রেগরি ১ কে মিশনের সংবাদ দেয়ার জন্য দূত হিসেবে প্রেরণ করেন। মনে করা হয়ে থাকে পিটারের মৃত্যু ৬০৭ খ্রিষ্টাব্দের দিকে হয়েছে, কিন্তু কিছু প্রমাণ ইঙ্গিত করে যে ৬১৪ খ্রিষ্টাব্দের দিকে তিনি প্যারিসের একটি চার্চ কাউন্সিল এর সময় সেখানে উপস্থিত ছিলেন, তাই সম্ভবত ঐ সময়ের পরই তার মৃত্যু ঘটে।

ক্যান্টারবেরির পিটার
সেন্ট অগাস্টিন গির্জা প্রধান যাজক
ব্যক্তিগত বিবরণ
মৃত্যুসপ্তম শতাব্দির শুরুর দিকে
পোপের আখ্যা
উৎসবের দিন৬ জানুয়ারী
শ্রদ্ধাজ্ঞাপনরোমান ক্যাথলিক চার্চ, ইস্টার্ন অর্থডক্স চার্চ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Walsh New Dictionary of Saints p. 482
  2. Hunt "Petrus (St Petrus)" Oxford Dictionary of National Biography