ক্যান্ডেস চার্লস (জন্ম ১৯৯০) হলেন একজন গায়ানীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০০৭ সহ বিভিন্ন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন।[১] তিনি চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত মিস ইউরোপ ও ওয়ার্ল্ড জুনিয়র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২] ক্যান্ডেস ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর কেন্ডাল কলেজ থেকে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ক্যানডেস চার্লস
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়
জন্ম১৯৯০ (বয়স ৩৩–৩৪)
উপাধিমিস গায়ানা ২০০৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'The Awakening' moment for Christopher Goodridge"Stabroek News। ২০০৭-১১-১৭। ২০১৩-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-০৪ 
  2. "Christa Simmons to represent Guyana in 'Face of the Universe' pageant in Ghana"Stabroek News। ২০০৮-০৯-০৯। ২০১৩-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-০৪