ক্যাথরিন ভারজিনিয়া ক্যাথি সুইৎজার (জন্ম ৫ জানুয়ারি ১৯৪৭ অ্যামবারগ, জার্মানি[১]) একজন আমেরিকান লেখিকা, টেলিভিশন ভাষ্যকার ও দূরপাল্লার দৌড়বিদ।[২] ১৯৬৭ সালে উনি প্রথম নথিভুক্ত মহিলা হিসেবে বস্টন ম্যারাথনে অংশগ্রহণ করেন।

ক্যাথরিন সুইৎজার
২০১১ বার্লিন ম্যারাথন এক্সপোতে ক্যাথরিন সুইৎজার
জন্ম (1947-01-05) ৫ জানুয়ারি ১৯৪৭ (বয়স ৭৭)
শিক্ষাজর্জ সি মার্শাল হাই স্কুল
মাতৃশিক্ষায়তনসিরাকিউস বিশ্ববিদ্যালয়
পেশাদৌড়বিদ ও লেখিকা
দাম্পত্য সঙ্গীটম মিলার (১৯৬৮–১৯৭৩)
ফিলিপ সোয়াব
রজার রবিনসন (১৯৮৭–)
ওয়েবসাইটwww.kathrineswitzer.com

দৌড় চলাকালীন জক সেম্পল নামক কর্মকর্তা ওনাকে থামাবার চেষ্টা করেন, কিন্তু ওনার প্রেমিক, যিনি ওনার সাথেই দৌড়োচ্ছিলেন, জককে ঠেলে ফেলে দেন ও সুইৎজার দৌড় শেষ করেন। ১৯৭২ সাল থেকে বস্টন ম্যারাথনে মহিলাদের অংশগ্রহণ বৈধ করা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Milde, Horst (জুন ২, ২০১০)। "Kathrine Switzer and Roger Robinson visit the Berlin Sports Museum"German Road Races e.V.। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৯, ২০১৩ 
  2. Lorge Butler, Sarah (এপ্রিল ১২, ২০১২)। "How Kathrine Switzer paved the way"ESPN-W। জুন ২২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১২ 
  3. Lodge, Denise (এপ্রিল ১৬, ২০১২)। "Kathrine Switzer: Empowerment through Running"Impowerage Magazine। সেপ্টেম্বর ১৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১০, ২০১২