কোহেলী কুদ্দুস মুক্তি বাংলাদেশের নাটোর জেলার রাজনীতিবিদ যিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য[১] তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ সভাপতি।[২]

প্রাথমিক জীবন সম্পাদনা

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে জন্ম নেয়া মুক্তির পিতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস[৩]

রাজনৈতিক ও কর্ম জীবন সম্পাদনা

মুক্তি নাটোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য। [৪] তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৭ সাল থেকে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "সংসদে নারী আসন: বাছাইয়ে ৫০ জনের মনোনয়নপত্রই বৈধ"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  2. "নাটোর-৪ উপনির্বাচনে নির্বাচিত হয়ে বাবার অসমাপ্ত কাজ করতে চান এড.কোহেলী কুদ্দুস"www.dailyvorerpata.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  3. "বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান এড. কোহেলী কুদ্দুস মুক্তি"bbarta24.net। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  4. https://www.risingbd.com। "বাবার আসনে নৌকার প্রার্থী হতে চান ভাই-বোন | সারা বাংলা"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  5. "কোহেলী কুদ্দুস মুক্তিকে সংরক্ষিত মহিলা আসনে এমপি করার দাবি"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪