কোলম্যান পর্বত (আলবার্টা)

কানাডার পর্বত

কোলম্যান পর্বত কানাডার আলবার্টা প্রদেশেব্যানফ জাতীয় উদ্যানের অবস্থিত উত্তর সাসক্যাচুয়ান নদীর উপত্যাকা অঞ্চলের ৩,১৩৫ মিটার (১০,২৮৫ ফু) একটি পর্বত চূড়া। ভৌগোলিকভাবে পর্বতটি কানাডিয় রকিজের অংশ।[২] ৪.৪৬ কিলোমিটার (২.৭৭ মাইল) উত্তরে অবস্থিত সিরাস পর্বত, এটির নিকটতম পর্বত। সাসক্যাচুয়ান ক্রসিং এবং সানওয়াপ্টা গিরিপথের মধ্যবর্তি স্থানে আইসফিল্ডস পার্কওয়ের পূর্বপাশে কোলম্যান পর্বতের অবস্থান।

কোলম্যান পর্বত
আইসফিল্ডস পার্কওয়ে হতে কোলম্যান পর্বতের চূড়া(মধ্য)
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,১৩৫ মিটার (১০,২৮৫ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা৭৭৫ মিটার (২,৫৪৩ ফুট) [১]
প্রধান শিখরসিরাস পর্বত (৩২৭০ মি)[১]
স্থানাঙ্ক৫২°০৭′০৮″ উত্তর ১১৬°৫৫′১৭″ পশ্চিম / ৫২.১১৮৮৯° উত্তর ১১৬.৯২১৩৯° পশ্চিম / 52.11889; -116.92139[২]
ভূগোল
অবস্থানআলবার্টা, কানাডা
মূল পরিসীমাকানাডিয় রকিজ
টপো মানচিত্রএনটিএস ৮৩সি/০২[১]
ভূতত্ত্ব
শিলার ধরনপাললিক শিলা

ইতিহাস সম্পাদনা

১৮৯৮ সালে কানাডিয় ভূতত্ত্ববিদ আর্থার ফিলিমন কোলম্যান(১৮৫২-১৯৩৯)-এর সম্মানে এই পর্বতের নাম 'কোলম্যান পর্বত' রাখা হয়। কোলম্যান বর্তমান জেসপার জাতীয় উদ্যান অঞ্চল অনুসন্ধানকারী প্রথম শ্বেতাঙ্গদের একজন ছিলেন।[৩]

ভূতত্ত্ব সম্পাদনা

ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত কোলম্যান পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত।[৪] ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৫]

জলবায়ু সম্পাদনা

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী কোলম্যান পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত।[৬] এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ুপ্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৬] উইলসন পর্বতের বারিপাতে জমা পানি নেমে এসে উত্তর সাসক্যাচুয়ান নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়।

চিত্রশালা সম্পাদনা

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mount Coleman"Bivouac.com। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৬ 
  2. "Mount Coleman"Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩ 
  3. Place-names of Alberta। Ottawa: Geographic Board of Canada। ১৯২৮। পৃষ্ঠা 36। 
  4. বেলিয়া, হেলেন আর. (১৯৬০)। দ্য স্টোরি অব দ্য মাউন্টেইন্স ইন দ্য ব্যানফ ন্যাশনাল পার্ক (পিডিএফ)পার্কস কানাডা হিস্টোরি ডট কম (প্রতিবেদন)। অটোয়া: জিওলজিকাল সার্ভে অব কানাডা। ২০১৫-১০-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩ 
  5. Gadd, Ben (২০০৮)। Geology of the Rocky Mountains and Columbias 
  6. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.11: 1633–1644। আইএসএসএন 1027-5606