কোর্টনি ইটন
অস্ট্রেলীয় অভিনেত্রী
কোর্টনি ইটন (জন্ম ৬ জানুয়ারি ১৯৯৬) একজন অস্ট্রেলীয় মডেল এবং অভিনেত্রী। তিনি লাইন অব ডিউটি (২০১৯) চলচ্চিত্রে আভা, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (২০১৫) চলচ্চিত্রে ছিডো দ্য ফ্রেজাইল এবং গডস অব ইজিপ্ট (২০১৬) চলচ্চিত্রে জায়া চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
কোর্টনি ইটন | |
---|---|
![]() শচীন মিতালের তোলা কোর্টনি ইটন। | |
জন্ম | বানবেরি, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া | ৬ জানুয়ারি ১৯৯৬
শিক্ষা | বানবেরি ক্যাথিড্র গ্রামার স্কুল |
পেশা |
|
কর্মজীবন | ২০১৪ – বর্তমান |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাইটন পশ্চিম অস্ট্রেলিয়ার বানবেরিতে জন্মগ্রহণ করেন। তিনি বানবেরি জেনারেল ক্যাথিড্রাল গ্রামার স্কুলে পড়াশোনা করেন। [১] তার বাবা ইংরেজ বংশদ্ভূত অস্ট্রলীয় এবং একজন আইটি ম্যানেজার। তার মা চাইনিজ, মাওরি এবং কুক আইল্যান্ড মাওরি গোত্রীয়।[২][৩]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৫ | ম্যাড ম্যাক্স: ফিউরি রোড | ছিডো দ্য ফ্রেজাইল | |
আর৫: অল নাইট | কোর্টনি ইটন | ভিডিও শর্ট | |
২০১৬ | গডস অব ইজিপ্ট | জায়া | |
২০১৭ | নিউনিজ | ব্লেক বিসন | |
অ্যানগাস অ্যান্ড জুলিয়া স্টোন: চাতিউ | লিড গার্ল | ভিডিও শর্ট | |
২০১৮ | স্টেটাস আপডেট | শার্লট অলডেন | |
পার্ফেক্ট | সারা | ||
২০১৯ | লাইন অব ডিউটি | আভা ব্রক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Leonard, Anne-Maree (৮ আগস্ট ২০১২)। "Bunbury Teen Breaks into Hollywood"। Bunbury Mail। Bunbury, Western Australia। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ Bainger, Fleur (৫ আগস্ট ২০১২)। "Local teen is going full throttle"। Perth Now। Perth। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- ↑ Ongley, Hannah (৩০ সেপ্টেম্বর ২০১৩)। "One to Watch: Mad Max Star Courtney Eaton Models Swimwear for Tigerlily"। The Fashion Spot। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।