কোনি হলো মতি নন্দীর লেখা একটি বাংলা উপন্যাস।[১]

লেখকমতি নন্দী
দেশভারত
ভাষাবাংলা

পটভূমি সম্পাদনা

কোনি একজন দরিদ্র পরিবারের মেয়ে। ক্ষীতিশ সিংহ তাকে একদিন নদীতে সাঁতার কাটতে দেখে। তা দেখে সিংহ নির্ণয় নেয় যে কনিকে সে সাঁতার প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দেবে। কোনি দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় সে প্রশিক্ষণের টাকা দেওয়ার জন্য অসমর্থ ছিল। সিংহ তাকে তাঁর স্ত্রীর ট্রেলারের দোকানে কাজে রাখে। অবশেষে সকল বাঁধা পেরিয়ে সে বেঙ্গল ন্যাশনাল সুইমিং টিম কে শেষ প্রতিযোগিতায় জেতায়।[২]

চলচ্চিত্রে রূপান্তর সম্পাদনা

১৯৮৪ সালে কোনি উপন্যাসের উপর ভিত্তি করে কোনি চলচ্চিত্র তৈরি করা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Koni (কোনি)"m.dailyhunt.in। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 
  2. "Koni: The rise of the underdog"News18। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 
  3. "'Kony' (1984)"m.timesofindia.com। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮