কোজি নাকাতা

জাপানি ফুটবলার

কোজি নাকাতা (中田 浩二, Nakata Kōji, জন্ম ৮ জুলাই ১৯৭৯) একজন জাপানি প্রাক্তন পেশাদার ফুটবলার যিনি ডিফেন্ডার এবং মিডফিল্ডার হিসেবে খেলেন। আন্তর্জাতিক পর্যায়ে, তিনি ২০০২ এবং ২০০৬ ফিফা বিশ্বকাপ উভয়েই খেলে জাপান জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।[]

কোজি নাকাতা
中田 浩二
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কোজি নাকাতা[]
জন্ম (1979-07-09) ৯ জুলাই ১৯৭৯ (বয়স ৪৫)
জন্ম স্থান ওটসু, শিগা, জাপান
উচ্চতা ১.৮২ মিটার
মাঠে অবস্থান ডিফেন্ডার, মিডফিল্ডার
যুব পর্যায়
১৯৯৫–১৯৯৭ টেইকিও উচ্চ বিদ্যালয়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৮–২০০৪ কাশিমা অ্যান্টলার্স ১৪৪ (২৭)
২০০৫–২০০৬ অলিম্পিক মার্সেই (০)
২০০৬–২০০৮ বাসেল ৬২ (৩)
২০০৮–২০১৪ কাশিমা অ্যান্টলার্স ১২২ (৬)
মোট ৩৩৭ (৩৬)
জাতীয় দল
১৯৯৯ জাপান অনূর্ধ্ব-২০ (০)
২০০০ জাপান অনূর্ধ্ব-২৩ (০)
২০০০–২০০৭ জাপান ৫৭ (২)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 জাপান-এর প্রতিনিধিত্বকারী
এএফসি এশিয়ান কাপ
বিজয়ী ২০০৪ চীন
ফিফা কনফেডারেশন্স কাপ
রানার-আপ ২০০১ কোরিয়া-জাপান
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2006 FIFA World Cup Germany: List of Players: Japan" (পিডিএফ)। FIFA। ২১ মার্চ ২০১৪। পৃষ্ঠা 16। ১০ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "NAKATA Koji"। Japan National Football Team Database। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।