কে-৪৪ (ক্যান্সাস হাইওয়ে)

কে-৪৪ যুক্তরাষ্ট্রের ক্যান্সাসে অবস্থিত একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটির শুরু হয়েছে অ্যান্থনির কে-২ থেকে। এরপর দক্ষিণ মধ্য কাউন্টির সাম্নার এলাকা হয়ে উত্তরের ক্যাডওয়েল কে-৪৯ এ গিয়ে শেষ হয়। রাস্তাটি ২৪.৬৭৪ মাইল (৩৯.৭০৯ কি.মি.) লম্বা। ১৯৩২ সালে রাস্তাটির নামকরণ করা হয়, অদ্যাবধি রাস্তাটির তেমন কোন পরিবর্তন সাধিত হয়নি।

K-44 marker

K-44

পথের তথ্য
কেডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য২৪.৬৭৪ মা[১] (৩৯.৭০৯ কিমি)
অস্তিত্বকালআনু. ১৯৩২–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: K-২ কে-২, অ্যান্থনি
পূর্ব প্রান্ত: K-৪৯ কে-৪৯, উত্তর ক্যাডওয়েল
অবস্থান
কাউন্টিসমূহহার্পার , সাম্নার
মহাসড়ক ব্যবস্থা
  • ক্যানসাস অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
K-৪৩ K-৪৬

রাস্তার বিবরণ সম্পাদনা

কে-৪৪ হার্পার এবং অ্যান্থনি কাউন্টির কে-২ থেকে আরম্ভ হয়েছে। রাস্তাটিকে স্থানীয়ভাবে মেইন স্ট্রিটও বলা হয়। পশ্চিম প্রান্তবিন্দুতে রাস্তাটি একটি দুই-লেনের রাস্তা হিসেবে পূর্বে চলতে শুরু করে। তারপর কে-১৭৯ এর উত্তর প্রান্তবিন্দু দিয়ে রাস্তাটি অ্যান্থনি কাউন্টি ত্যাগ করে ০.৫ মাইল পূর্বে হার্পার কাউন্টিতে প্রবেশ করে। তার আগে কে-৪৪, ১৩ মাইলের আগের সাম্নার কাউন্টি পেরিয়ে যায়। রাস্তাটি উত্তর ক্যাডওয়েলে চিক্সাসকিয়া নদী অতিক্রম করে। নদীটি অতিক্রম করে এটি আস্তে আস্তে দক্ষিণ-পূর্ব দিকে মোড় নিয়ে কে-৪৯ এ গিয়ে শেষ হয়।[১][২][৩]কে-৪৪ মুলত ক্যান্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান (কেডিওটি) দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। কেডিওটির পরিসংখ্যান মতে কে-৪৪ দিয়ে দৈনিক সর্বোচ্চ ৭২৯ থেকে সর্বনিম্ন ৩১৩ টি যানবাহন চলাচল করে।[১]

ইতিহাস সম্পাদনা

১৯৩২ সালের ম্যাপেই কে-৪৪ এর অস্তিত্বের কথা জানা যায়। তখন থেকেই এর নামকরণ এর সময়কাল বিবেচনা করা হয়। যদিও তখন রাস্তাটি কাঁচা সড়ক হিসেবেই বিদ্যমান ছিল।[৪] ১৯৪৮ থেকে ১৯৫০ সালের দিকে রাস্তাটিকে পাঁকা করা হয়[৫][৬] এবং তখন থেকে কে-৪৪ কে খুব একটা পরিবর্তনের মধ্যদিয়ে যেতে হয়নি।[৭]

মূখ্য অংশবিশেষ সম্পাদনা

কাউণ্টিঅবস্থানমাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
হার্পারঅ্যান্থনি০.০০০০.০০০কে-২   K-২পশ্চিম প্রান্তবিন্দু
০.৫০৫০.৮১৩কে-১৭৯   K-১৭৯কে-১৭৯ এর উত্তর প্রান্তবিন্দু
সাম্নার২৪.৬৭৪৩৯.৭০৯কে-৪৯  K-৪৯পূর্ব প্রান্তবিন্দু
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pavement Management Information System (PMIS)"Kansas Department of Transportation। ডিসেম্বর ২৪, ২০১৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 
  2. Official State Transportation Map (পিডিএফ) (মানচিত্র) (2011–2012 সংস্করণ)। KDOT দ্বারা মানচিত্রাঙ্কন। Kansas Department of Transportation। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 
  3. গুগল (জানুয়ারি ২৯, ২০১৪)। "কে-৪৪ (ক্যান্সাস হাইওয়ে)" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 
  4. Kansas State Highway System (পিডিএফ) (মানচিত্র)। Kansas State Highway Commission। এপ্রিল ১, ১৯৩২। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 
  5. Kansas State Highway System (পিডিএফ) (মানচিত্র)। Kansas State Highway Commission। ১৯৪৮। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 
  6. Official 1950-51 Kansas Highway Map (পিডিএফ) (মানচিত্র)। Kansas State Highway Commission। ১৯৫০। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 
  7. Kansas Official State Transportation Map (পিডিএফ) (মানচিত্র)। Kansas State Highway Commission। জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৯, ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata