কে-৩৬০ (ক্যান্সাস হাইওয়ে)

কোউলে কাউন্টিতে অবস্থিত অঙ্গরাজ্য মহাসড়ক, ক্যানসাস, যুক্তরাষ্ট্র

কে-৩৬০ হল যুক্তরাষ্ট্রের ক্যান্সাস অঙ্গরাজ্যের কোউলে কাউন্টিতে অবস্থিত একটি অঙ্গরাজ্য মহাসড়ক। এটা উইনফিল্ডের দক্ষিণ এবং পূর্বপাশের একটি অর্ধবৃত্তাকার বাইপাস রুট। ১৯৯৭ সালে মহাসড়কটি তৈরি হয়। এটি উইনফিল্ডের দক্ষিণে ইউএস-৭৭ থেকে শুরু হয়েছে, এরপর দক্ষিণ পূর্ব দিক দিয়ে ৩.৪৬৯ মাইল (৫.৫৮৩ কি.মি.) অতিক্রম করে এবং উইনফিল্ডের পূর্বে ইউএস-১৬০ এ গিয়ে শেষ হয়। কে-৩৬০ যুক্তরাষ্ট্র জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়। মহাসড়কটির বার্ষিক গড়ে প্রতিদিনের ট্রাফিক ২২৩৫-১১৭৯।

K-360 marker

K-360

পথের তথ্য
Auxiliary route of [[টেমপ্লেট:Infobox road/link/|]]
KDOT কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৩.৪৬৯ মা[১] (৫.৫৮৩ কিমি)
অস্তিত্বকাল১৯৯৭–বর্তমান
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: US-৭৭ উইনফিল্ডের দক্ষিণে
উত্তর প্রান্ত: US-১৬০ উইনফিল্ডের পূর্বে
অবস্থান
কাউন্টিসমূহCowley
মহাসড়ক ব্যবস্থা
  • ক্যানসাস অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
K-২৮৫ K-৩৬৮

ইতিহাস সম্পাদনা

১৯৯৭ সালে কে-৩৬০ প্রথম তৈরি করা হয়।[২] এরপর কে-৩৬০ এর আর কোন পরিবর্তন হয়নি।[৩]

রাস্তার বিবরণ সম্পাদনা

কে-৩৬০ ক্যান্সাসের উইনফিল্ডের দক্ষিণে ইউএস ৭৭ এর একটি সংযোগস্থল থেকে শুরু হয়েছে।[১][৩] সেখান থেকে রাস্তাটি পূর্বদিকে এগিয়ে গেছে, এরপর এটি সামান্য দক্ষিণে বাকা হয়ে, তারপর উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে উইনফিল্ডের ওয়েট রোডের সাথে সংযোগস্থাপন করেছে,[১][৩] এ পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ১.৫৭১ মাইল (২.৫২৮ কি.মি.)। ওয়েট রোডের সংযোগের পর রাস্তাটি পূর্বদিকে সামান্য বাকা হয়ে, তারপর উইনফিল্ডের দক্ষিণ পূর্ব পাশে উত্তর দিকে বাকা হয়ে উত্তর দিকে এগিয়ে ইউএস ১৬০-এ গিয়ে শেষ হয়েছে, যার দৈর্ঘ্য ০.৫ মাইল (০.৮০ কি.মি.)।[১][৩]

কে-৩৬০ যুক্তরাষ্ট্র জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়।[৪] এ মহাসড়কটি দুটি জাতীয় মহাসড়ক ইউএস ৭৭ এবং ইউএস ১৬০ কে যুক্ত করেছে।[৪] মহাসড়কের পশ্চিম অংশের প্রথম ১.৬ কিলোমিটারের বার্ষিক যানচলাচলের ট্রাফিক গড়ে প্রতিদিন ১১৩৫টি যানবাহন, পরের ১.৬ কিলোমিটারের ১৭০৩ টি যানবাহন এবং সর্বশেষ ২.৩৬৪ কিলোমিটারের ১১৭৯টি যানবাহন।[১] কে-৩৬০ ফুটপাত দিয়ে বাধানো একটি পাকা রাস্তা।[১]

প্রধান ছেদ সম্পাদনা

কাউন্টিঅবস্থানমাঃ[১]কিঃমিঃগন্তব্যটীকা
কোউলে০.০০০০.০০০  US-৭৭পশ্চিম টার্মিনাস
৩.৪৬৯৫.৫৮৩  US-১৬০পূর্ব টার্মিনাস
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Staff (২০১২-০৭-১৯)। "Pavement Management Information System Query"Kansas Department of Transportation। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৫ 
  2. 1997-98 Official Transportation Map (PDF) (মানচিত্র) (1997-1998 সংস্করণ)। Kansas Department of Transportation Bureau of Transportation Planning Cartography Unit। ১৯৯৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৫ 
  3. গুগল (২০১৩-০৮-১৫)। "Google Map with K-360 highlighted" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৫ 
  4. National Highway System (PDF) (মানচিত্র)। Kansas Department of Transportation। ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata