কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) (উমাধর সিং)

কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) ছিল উমাধর সিং- এর নেতৃত্বে একটি কমিউনিস্ট পার্টি, ১৯৮০-এর দশকের শুরুতে সক্রিয় ছিল। দলটি সংক্ষিপ্তভাবে বিহার বিধানসভায় প্রতিনিধিত্ব করেছিল।

পটভূমি

সম্পাদনা

উমাধর সিং তার নিজের দল প্রতিষ্ঠার আগে সত্যনারায়ণ সিংয়ের CPI(ML) এর সদস্য ছিলেন।[১] সিংয়ের প্রভাব বিহারের হায়াঘাট ও দরভাঙ্গা এলাকায় বিস্তৃত ছিল।[২]

১৯৮৫ সালের নির্বাচন এবং COI(ML) এ একীভূত

সম্পাদনা

সিং মার্চ ১৯৮৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিহার বিধানসভার হায়াঘাট আসনে জয়ী হন।[৩] নির্বাচনের পরপরই, সিংয়ের দল ভারতের কমিউনিস্ট অর্গানাইজেশনে (মার্কসবাদী-লেনিনবাদী) একীভূত হয়।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. CPI(ML) New Democracy. Red Salute to CPI(ML) New Democracy Leader Com. Umadhar Singh!
  2. Gulab Jha (১ জানুয়ারি ১৯৯০)। Caste And The Communist Movement। Commonwealth Publishers। পৃষ্ঠা 176আইএসবিএন 978-81-7169-064-0 
  3. The Illustrated Weekly of India। Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press। ১৯৮৫। পৃষ্ঠা 34–35।