কেন্দুয়া সরকারি কলেজ
কেন্দুয়া সরকারি কলেজ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭০ সালে [১] কলেজটি প্রতিষ্ঠিত হয়। এর জাতীয়করণ হয় ২০১৮ সালে[২]। উচ্চমাধ্যমিকে মানবিক, ব্যবসা, বিজ্ঞান ও বিএম শাখার পাশাপাশি বর্তমানে এতে ছয়টি বিভাগে অনার্স চালু রয়েছে।
বিভাগ সমূহ
সম্পাদনা- বিজ্ঞান বিভাগ
- মানবিক বিভাগ
সম্মান বিষয় সমূহ
সম্পাদনা- বাংলা- ১০০১
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১৬০১
- দর্শন - ১৭০১
- রাষ্ট্রবিজ্ঞান - ১৯০১
- সমাজকর্ম - ২১০
- ব্যবস্থাপনা - ২৬০১
শিক্ষক
সম্পাদনা- উত্তম কুমার কর, অধ্যক্ষ।
- এম.এ বাশার
ফলাফল
সম্পাদনাশিক্ষাবর্ষ | ছাত্র ছাত্রী সংখ্যা | উত্তীর্ণ ছাত্র ছাত্রী | পাসের শতকরা হার | জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী'র সংখ্যা |
---|---|---|---|---|
২০২০ | ৯১২ | ৯১২ | ১০০% | ৩৫ |
২০২১ | ৮২৪ | ৮১১ | ৯৮.৪২ | ১৫ |
২০২২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বিশ্বশর্মা, সমরেন্দ্র। "কেন্দুয়া সরকারি কলেজে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি"। উত্তরাধিকার ৭১ নিউজ।
- ↑ "নতুন সরকারি হওয়া ২৭১টি কলেজের তালিকা"। শিক্ষা কণ্ঠ। ৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২।