কেট শর্টম্যান
কেট এলিজাবেথ শর্টম্যান (ইংরেজি: Kate Shortman; জন্ম: ১৯ জানুয়ারি ২০০১; কেট শর্টম্যান নামে সুপরিচিত) হলেন একজন ব্রিটিশ সমলয় সাঁতারু, যিনি গ্রেট ব্রিটেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | কেট এলিজাবেথ শর্টম্যান |
জন্ম | [১] ব্রিস্টল, ইংল্যান্ড | ১৯ জানুয়ারি ২০০১
ক্রীড়া | |
দেশ | গ্রেট ব্রিটেন |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
শর্টম্যান গ্রেট ব্রিটেনের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি রৌপ্য পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাকেট এলিজাবেথ শর্টম্যান ২০০১ সালের ১৯শে জানুয়ারি তারিখে ইংল্যান্ডের ব্রিস্টলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাশর্টম্যান গ্রেট ব্রিটেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ইসাবেল থর্পের সাথে গ্রেট ব্রিটেনের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৬৪.০২৮২ এবং ফ্রি রুটিনে ২৯৪.৫০৮৫ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৫৫৮.৫৩৬৭ পয়েন্ট নিয়ে তারা রৌপ্য পদক জয়লাভ করেছেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "SHORTMAN Kate" [কেট শর্টম্যান]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Duet – Medallists" [মহিলাদের দ্বৈত – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে কেট শর্টম্যান (ইংরেজি)
- অলিম্পিকস.কমে কেট শর্টম্যান (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় কেট শর্টম্যান (ইংরেজি)
- টিম জিবিতে কেট শর্টম্যান (ইংরেজি)