কেট ওয়াং (চীনা: 汪莹; ফিনিন: Wāng Yíng[১]) একজন চীনাশতকোটিপতি নারী ব্যবসায়ী। তিনি একটি চীনা ভ্যাপিং কোম্পানি আরএলএক্স টেকনোলজির প্রতিষ্ঠাতা। [২]

কেট ওয়াং
জন্ম
ওয়াং ইং
শিক্ষাশিয়ান জিয়াওটং ইউনিভার্সিটি (বিএস) বিআর কলাম্বিয়া বিজনেস স্কুল (এমবিএ)
পেশানারী ব্যবসায়ী
পরিচিতির কারণRELX টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা

তিনি জিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক এবং কলম্বিয়া বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। [৩]

কেট কলেজ থেকে স্নাতক হওয়ার পর গুয়াংজুতে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের অফিসে কাজ করেছিলেন, হংকংয়ে তার নিজস্ব বিনিয়োগ সংস্থার সহ-প্রতিষ্ঠার আগে। [৪] তিনি ২০১৩ এবং ২০১৪ এর মধ্যে বেইন অ্যান্ড কোম্পানিতেও কাজ করেছেন [৫] ডিডি তে যাওয়ার আগে তিনি ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত উবার চায়না-এর প্রধান ছিলেন। [৫] তিনি ২০১৮ সালে রেলক্স টেকনোলজি গঠন করেন। [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2021福布斯 - 最新热门榜单 - 人 - 福布斯中国"www.forbeschina.com। Forbes China। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  2. "Kate Wang"Forbes। মে ২৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Kate Wang"Forbes। মে ২৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Tognini, Giacomo। "How This Chinese Vaping Billionaire Became One Of The World's Richest Women In Three Years"Forbes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৬ 
  5. "Who is Kate Wang, China's Relx e-cigarette billionaire?"South China Morning Post। জানুয়ারি ২৯, ২০২১।