কৃষ্ণরাম ভট্টাচাৰ্য

কৃষ্ণরাম ভট্টাচাৰ্য (১৭শ – ১৮শ শতাব্দী) একজন বাঙালি পন্ডিত ও শাস্ত্রজ্ঞ ছিলেন।

জীবনী সম্পাদনা

কৃষ্ণরাম নদীয়া জেলার মালিয়াপোতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত শাস্ত্রজ্ঞপণ্ডিত। তিনি নবদ্বীপের একজন সদাচারী ব্রাহ্মণ ছিলেন।[১] আসামের আহমবংশীয় নৃপতি রুদ্ৰসিংহ হিন্দুশাস্ত্র অনুযায়ী ক্রিয়া ও অনুষ্ঠানাদি সম্পাদন করার জন্য ১৬৯৬-১৭১৪ সালের মধ্যে তাঁকে প্রচুর বৃত্তি ও ভূমি দান করে কামরূপে নিয়ে গিয়েছিলেন এবং তাঁর কাছ থেকে শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন।[২] কামাখ্যা মন্দির রক্ষার ভার তার ওপর অৰ্পিত হয়েছিল। আসামের প্রায় সমস্ত শাক্ত তার শিষ্য। তাঁর বংশধরগণ পার্বতীয়া গোসাই নামে পরিচিত। কৃষ্ণরাম ন্যায়বাগীশ উপাধিপ্ৰাপ্ত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Caṭṭopādhyāẏa, Jitendra Nātha (১৯৬৪)। Abismaraṇīẏa kāhinī 
  2. Experts, Arihant (২০১৯-০৭-২২)। Know Your State Assam (ইংরেজি ভাষায়)। Arihant Publications India limited। আইএসবিএন 978-93-131-9708-9 
  3. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ১০৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬