কৃষক বনুরা পঞ্চায়েত

কৃষক বনুরা পঞ্চায়েত (আসাম কৃষক ও শ্রমিক দল) ভারতের আসামের একটি রাজনৈতিক সংগঠন। এটি আসামে ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টির জন্য উন্মুক্ত গণফ্রন্ট হিসাবে কাজ করেছিল। এটি ২ মে ১৯৪০ এ গৌহাটিতে একটি সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল।[১]

বিষ্ণু প্রসাদ রাভা এবং খগেন বারবারুয়া কেবিপির উল্লেখযোগ্য নেতা ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sen Gupta, Susmita. Radical Politics in Meghalaya: Problems and Prospects. Delhi: Kalpaz Publications, 2009. p. 31